December 22, 2024

লোকসভায় বক্তব্যে বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

1 min read

নিউ দিল্লি: লোকসভায় বক্তব্যে বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন, এর থেকে সচেতন সাধারণ মানুষ। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “৩০ বছরে এই প্রথম, ভারতকে সংখ্যাগরিষ্ঠ সরকার দিয়েছে মানুষ। এবার আসছে মহামিলওয়াত(জালিয়াত)”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেই প্রধানমন্ত্রী বলেন, “দূর্নীতির সরকার তৈরি হলে কী হবে, তা জানেন সাধারণ মানুষ এরপরেই ট্রেজারিবেঞ্চের দিকে ইঙ্গিত করে বলেন, “ভয় পাবেন না, মহান দূর্নীতিগ্রস্তরা এখানে আসতে পারবেন নাতিনি বলেন, “একটা দূর্নীতিগ্রস্ত সরকার দেশের জন্য কতটা ক্ষতিকর, তা জানেন ভোটাররাসরকারের যখন সংখ্যাগরিষ্ঠতা থাকে, তার কাজই অন্যরকম হয় তারপরেই কলকাতায় ২৩ টি বিরোধী দলের জনসভা সম্পর্কে তিনি বলেন, “কলকাতায় মিলিত হওয়া দূর্নীতিগ্রস্তদের সরকার চান না ভোটাররাকংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, “৫০এর বেশীবারনির্বাচিত সরকার ফেলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী,পাশাপাশি রবার্ট বঢরার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, প্রতিরক্ষা চুক্তিচাচা এবং মামাদের সঙ্গে

কৃতজ্ঞতা স্বীকার এনডিটিভি বাংলা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *