December 22, 2024

প্রমিক-প্রেমিকার কপালে ভাঁজ শুরু হলো বৃষ্টি উত্তর দিনাজপুর, ঘোড়াঘুড়ি থেকে পিছু হাঁটলো ছোটরাও

1 min read

তন্ময় দাস,উত্তর দিনাজপুরঃ   কিছু দিন আগেই আবহাওয়া বার্তা দিয়েছিলেন হাওয়া দপ্তর, সরস্বতীর পূজার দিন জমিয়ে  বৃষ্টি  থাকবে গোটা উত্তরবঙ্গে  সেই মতে বাদ পড়ল না উত্তর দিনাজপুর।  এই দিন রাত থেকেই মুশুলধারে পড়ে পড়ুয়া দের চোখ ভার করে দিল কিছুটা। বৃষ্টির প্রভাব পড়েছে প্রমিক-প্রেমিকাদেরো  বীনাপানি দেবীর  আজ পুজো শুরু হয়েছে বসন্ত পঞ্চমী।বছরের এই দিন টা সকালে আনন্দের সাথেই কাটাতে চায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তবে ঘোড়াঘুড়ি থেকে পিছু হটতে হল সকলে।  বাগদেবীর আরাধনায় মাতোয়ারা  জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাঙ্গালীর গৃহ। মন্ডপ সাজানো শুরু হয়েছে রাত থেকেই কিছু বৃষ্টির ফলে  সকলের মুখ ভার। সকলে অপেক্ষ্যা করে থাকে।

গত শুক্রবার বিকেল থেকেই ইসলামপুর,রায়গঞ্, হেমতাবাদ কালিয়াগঞ্,ইটাহার এর সব জায়গায় জুরেই টিপটিপ বৃষ্টি শুরু হয়েছিলো।

 প্রতিমা আনয়নের প্রাকমুহুর্তে এমন দুর্যোগে মাথায় হাত শহরবাসীর তমনি কপালে হাত  প্রতিমা ও প্রদীপ   বিক্রেতাদেরও। পলিথিনে মুড়ে কোনক্রমে বাগদেবীকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *