সরস্বতী পুজার সকালে বরুনা অঞ্চলে শিলা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–শনিবার সরস্বতী পুজার দিন সকালে বেলা সাড়ে আটটার দিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯নম্বর বরুনা অঞ্চলের বেশ কিছু গ্রাম শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিলা বৃষ্টির ফলে একদিকে যেমন শাক সবজির ক্ষতি হয়েছে তেমনি বোরো ধরনের ক্ষতির সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।বরুনা অঞ্চলের ৯ নম্বর মধুপুর অঞ্চলের বাসিন্দা শান্ত কুমার সরকার বলেন সকাল সাড়ে আটটা থেকে পাঁচ মিনিট ধরে প্রবল শিলাবৃষ্টি হয। বাড়িঘর ঘরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ফসলের সে ক্ষতি হবে এটা নিশ্চিত করেই বলা যায়। বরুনা অঞ্চলের রাঘবপুর,মধুপুর, আতিয়া, মঙ্গলদহ প্রভৃতি এলাকায় শিলা বৃষ্টির পরিমাণ বেশি হয় বলে জানান শান্ত কুমার সরকার। কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল ঘোষের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});