দশভুজা সরস্বতী বানালেন হাওড়ার যুবক
1 min readদশম মহাবিদ্যার অংশ স্বরূপ তিনি এই মা সরস্বতী প্রতিমা বানিয়েছেন বলে জানান।জ্ঞান তথা বিদ্যার দেবী সরস্বতী নানা বিদ্যার অধিকারী সেই বিদ্যার প্রতীক গুলোকেই তিনি তার এই প্রতিমার মধ্যে দিয়ে উপস্থাপিত করেছেন। স্বেত বসনা বাকদেবীর দশ হাতে তিনি দশরকম সামগ্রী রেখেছেন।
বিদ্যার প্রতীক স্বরূপ এক হাতে পুস্তক,সঙ্গীতের মূর্ত প্রতীক হিসেবে বীনা, কম্পিউটার জ্ঞানের অধিষ্ঠাত্রীর জন্য মাউস,অঙ্কণের নৈপুণ্যতার জন্য তুলি,সেলাই বিদ্যার দক্ষতার জন্য সূচসুতো, ক্রিকেটের জন্য ব্যাট বল,ক্যারাটে বিদ্যার জন্য বেল্ট, হস্তশিল্পের দক্ষতার জন্য বেতের জিনিস,সুন্দর হস্তাক্ষরের জন্য কলম প্রভৃতি জিনিস মা সরস্বতী হাতে ধরে আছেন।এইভাবেই হাওড়ার লিলুয়া ভট্রনগরের বাসিন্দা শুভ আইচ পেশায় শিল্পী তার হস্তশিল্প মা সরস্বতী প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});