December 22, 2024

এ বাবা সাদি করাই দে ভোজপুরি চটুল গানের সঙ্গে নাচ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির এডু সিটি বিএড কলেজের শিক্ষক শিক্ষিকারা

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ-    সরস্বতী কে সাক্ষী
রেখে ,  এ বাবা সাদি করাই দে , এ বাবা সাদি
করাই দে  গানের সাথে তাল মিলালেন  দক্ষিণ দিনাজপুর  জেলার  কুশমন্ডির
এডু সিটি বিএড কলেজের শিক্ষক শিক্ষিকারা ।আর  এই ছবি বাজারে ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
ব্যাপক ভাইরাল হয়ে গেল ।  কুশমন্ডির  এডু সিটি বিএড কলেজের  সুস্থ সংস্কৃতি নামে অপসংস্কৃতি ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সরস্বতী পূজ্যর  সবাই জানে বিদ্যাদেবীর কাছে প্রাথনা করে অঞ্জলি
দেয় এবং বিদ্যাদেবীর কাছ থেকে আশা করে যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে
বিদ্যাদেবী তাদের আশীর্বাদ করে ।  কিন্তু
আজ যেভাবে কলেজের শিক্ষক শিক্ষিকারা বিদ্যাদেবীকে সামনে রেখে     বাবা সাদি করাই দে , বাবা সাদি করাই দে , ভোজপুরি
চটুল গানের সঙ্গে নাচ করলেন তাতে পরিস্কার বুঝা গেল যে শিক্ষক-শিক্ষিকারা কি
চাচ্ছেন ।সকলের প্রশ্ন  বিদ্যাদেবীর কাছ
থেকে এটাই কি  আজ শিক্ষাঙ্গনের শিক্ষক
শিক্ষিকারা  চাইল ? তবে আজকের দিনে সবই
সম্ভব।  যেটা করে দেখালো বিএড কলেজের
শিক্ষক-শিক্ষিকারা কলেজের  মধ্যে তা সংস্কৃতির
নামে অপসংস্কৃতি । যা  আজ তারা সমাজের কাছে
নয়া দৃষ্টান্ত স্থাপন করল ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *