নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ীতে তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস গুলিবিদ্ধ
1 min read
নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ীতে তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। কৃষ্ণগঞ্জ এর ওই বিধায়ক আজ রাত আটটার কিছু পরে ফুলবাড়িতে একটা সরস্বতী পূজার মেলা উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে গুলি করে পালাই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ।এদিকে বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্থানীয় মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিধায়ক সত্যজিৎ জনপ্রিয় হয় ওঠায় তাকে বিরোধীদের পক্ষ খুন করা হয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি সম্পূর্ণ গোষ্ঠী কোন্দল বলে তাদের অভিযোগ.। খবর পেয়ে হাসপাতালে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশঙ্কর দত্ত মন্ত্রী উজ্জ্বল বিস্বাস ছুটে আসেন। নদীয়ার জেলাশাসক সুমিত গুপ্ত জেলা পুলিশ সুপার রূপেশ কুমার সহ একাধিক জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});