December 22, 2024

ধুপগুড়ি সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের সরস্বতী পূজায়৫১ফুট সরস্বতী প্রতিমা দেখে অভিভূত মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ

1 min read
আশীষ ভট্টাচার্য্য–ধুওগুড়ি– সম্ভবত বিশ্বের সবচেয়ে উচু সরস্বতী প্রতিমা (৫১ফুট) এবারে পূজিত হচ্ছে ধূপগুড়ী সেন্ট্রাল ডুয়াস প্রেস ক্লাবে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ৫১ফুট উচ্চতা সম্পন্ন সরস্বতী প্রতিমা দেখে এক রকম অবাক হয়ে বলেন তিনি এর পূর্বে এত বড় সরস্বতী প্রতিমা এর আগে কখনো দেখেন নি বলে জানান।ধুপগুড়ি প্রেস ক্লাবের এই অভিনব পুজার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আকাশের মুখ গোমড়া রয়ছে গত দুদিন ধরে। মাঝে মাঝেই চলছে হাল্কা থেকে মাঝারী বৃষ্টি পাত। প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করেই চলেছে জন জোয়ার। শ্রী শ্রী চন্ডীর পঞ্চম অধ্যায় অষ্টভূজা মহা সরস্বতীর যে বর্ননা দেওয়া আছে তার অনুকরণে এই একান্ন ফুট মহা সরস্বতী। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি ভেজা অবস্থায় মঙ্গল দীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ধূপগুড়ী পৌর সভায় ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। উদ্বোধন হয় প্রেস ক্লাবের বার্ষিক পত্রিকা (হস্রলী এখন বিলুপ্তি)  পত্রিকা। সমাজের বিভিন্ন স্থানে নিরবে সামাজিক কাজ করে চলছেন এরকম পাঁচ ব্যাক্তি কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। দুই দিন ব্যাপী চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা খিচুরি রান্নার প্রতিযোগিতা -বাঙ্গালীয়ানা প্রতিযোগিতা -যেমন খুশি সাজো -বাউল গান ওবিভিন্ন ধরনের সঙ্গীত প্রভৃতি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *