December 22, 2024

জারোযা সহ স্বাধীনস্বরাজ নেতাজী আইল্যান্ড ও পোর্ট ব্লেয়ার পর্যবেক্ষণ করে রায়গঞ্জ ফিরলেন অধ্যপক ডঃ তাপস পাল

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর— রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডঃ তাপস পাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গিয়ে জারুয়া সহ একাধিক দ্বীপপুঞ্জ সমীক্ষা করে এলেন। সেখানকার পরিবেশ, পর্যটন, জীব বৈচিত্র এবং জারোয়া ও নিকোবরী উপজাতির উপর একাধিক পর্যবেক্ষণ করে এসেছেন। তিনি জানিয়েছেন,পোর্ট ব্লেয়ার কে সরকার সম্পূর্ণরূপে প্লাস্টিক মুক্ত করলেও পর্যটকরা ওই এলাকার দূষিত করছে। তাই সরকারের নজরদারি আরো বাড়ানো উচিত।প্রসঙ্গত, তাপস বাবু,নিজে তার স্কলারদের ‘রাজি’এবং ‘বিরহোর’ উপজাতির উপর Ph.d.করাচ্ছেন। উপজাতির সাংস্কৃতিক পরিচয় রক্ষা ও তাদের জনজীবনে মডার্ন মানুষের হস্তক্ষেপ না করা এই বিষয়ে  তিনি দেশে –বিদেশে সর্বদাই বলে চলেছেন |  ‘‘জারোয়া’ উপজাতির প্রতি তার আকর্ষণ দীর্ঘদিনের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তবে আদিম উপজাতিকে‘বিজনেস আইটেম’ হিসেবে দেখানোর পুরোপুরিই বিরোধি|  জিরকটাঙ্গ থেকে বারাটাক পর্যন্ত যাওয়ার রাস্তার মাঝখানে ৩৭ কিমির যেAndaman Trunk Road (ATR) পরে তার মধ্যেই জারোয়াদের উপস্থিতি তিনি প্রত্যক্ষ করেছেন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাপস বাবু জানালেন, জারোয়ারা এখন আর আগের মত নেই। প্রত্যেকের শরীরের উর্ধাংশ ফাঁকা থাকলেও তারা সকলেই নিম্নঙ্গে বস্ত্র পরিধান করছে। সরকারের পক্ষ থেকেই তাদের এই পোশাক দেওয়া হচ্ছে।মানুষ দেখলে জারোয়া উপজাতির লোকেরা স্যালুটো করছে,কেও কেও হিন্দি বলছে, গাড়ি    দাড়    করিয়ে  খাবার চাইছে |  তিনি মোট ১১ টি জারোয়াদেখলেও খোঁজখবর করে জেনেছেন যে ওখানেমোট ৬০ টির মতো রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে আমেরিকার জন অ্যালান চাউসেন্টিনেলিজদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন, সেই ঘটনা দেশবাসী এখনো ভোলেনি | জারোয়াদের বিষয়ে তাপস বাবু জানালেন,তারা অতিব, শান্ত, ভদ্র, আন্তরিক,নম্র- কখনোই হিংসাত্মক নয়। তবে কিছু কিছু পর্যটক জারোয়াদের দিকে খাবার, প্লাস্টিক বটল  ছুঁড়ে দিচ্ছেন, ।
 সরকার থেকে আইন করা আছে, যদি জারোয়াদের সাথে কোন পর্যটক ইন্টারেক্ট করে তবে তার জন্য ১০ হাজার টাকাফাইন এবং ৫ বছরের জেল এর বন্দোবস্ত হবে।কিন্তু, উপযুক্ত নজরদারির অভাব রয়েছে সরকারের পক্ষ থেকে। তাপস বাবু চান,জারোয়াদের ব্যবহারের রাস্তা যেন সাধারণ মানুষদের ব্যবহারের জন্য বন্ধ করা হয়। বিকল্প হিসেবে সী-রুট দিয়ে বরাটক দ্বীপ পৌছানোর কথা বলেছেন |

  এর পাশাপাশি, সেখানকারস্বরাজ, স্বাধী্ন‌, নেতাজী সুভাষচন্দ্র  দ্বীপেপ্লাস্টিক দূষণ খুব বেড়েছে। অবিলম্বে সরকারকে তা কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানকার প্রবাল এর অবস্থাও ভাল নয়। প্রবাল এর ওপর দিয়ে মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে। আবার কোন কোন পর্যটক সুযোগ বুঝে প্রবাল তুলেওনিচ্ছেন। তবে আন্দামানে পর্যটনের প্রভূতবিকাশ হয়েছে। ট্যুরিজম বিজনেস, হোম স্টেবিজনেস এগুলো প্রচুর পরিমাণে বেড়েছে।নিকোবরি উপজাতিরা সমাজের মূল স্রোতে ফিরে এসেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বিভিন্ন দোকানে কাজও করছে।রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল পর্যটন আন্দামানে কিভাবে রক্ষা হচ্ছে তা তিনি পর্যবেক্ষণও করেন।পাশাপাশি, সেখানকার যে এন আর এম সরকারি কলেজের শিক্ষার্থীদের স্থিতিশীল উন্নয়নের বিষয়ে সজাগ করে তোলেন। ঐসরকারি কলেজের কিছু অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে গবেষণা করতে ইচ্ছুক।
 ইতিমধ্যে ঐ সরকারি কলেজেরএক নিকবরী ছাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েPh.d.  করতে আসবে বলে প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছেন | এর পাশাপাশি, ওই কলেজের ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা তাদেরকে বিশ্ব মানচিত্রে স্থিতিশীল উন্নয়নের ভূমিরূপ হিসেবে উপস্থাপনের পদ গুলি সম্পর্কে জানতে পেরে অভিভূত হয়েছেন বলে জানান। তাপস বাবু জানিয়েছেন, খুব শীঘ্রই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিশ্বের মানচিত্রে এক উল্লেখযোগ্য জায়গা গ্রহণ করবে। তাপস বাবুর  গবেষণা ও নিকবরী শিক্ষার্তীর  বিষয়কে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডঃ অনিল ভুঁইমালি মহাশয় |


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *