December 22, 2024

কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্দ্যগে মাত্র ৫টাকায় ভরপেট খাবার সপ্তাহে একদিন করে

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--কেও বিশ্বাস করুন বা না করুন কিন্তূ ঘটনা  একশো ভাগ সত্য।ভাবতে পারেন বর্তমানের বাজারে মাত্র ৫টাকায় ভাত,ডাল, সবজি ও ডিমের ঝোল?হ্যা কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই অভিনব উদ্দ্যগে গ্রহণ করে বিভিন্ন স্থানের মত কালিয়াগঞ্জ শহরেও এই কর্মকান্ড শুরু করে দিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বুধবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার লায়ন্স ক্লাবের পাঁচ টাকার খাবারের উদ্বোধন করেন।দীপা দেবী বলেন এই ভাবেই যেন প্রতিদিন দরিদ্র মানুষেরা পেট ভরে খেতে পারে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্য্য এক সাক্ষাৎকারে জানান তাদের কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় সমাজ সেবার এক অভিনব উদ্যোগের ব্যবস্থ্যা নিয়েছে।বর্তমানে সপ্তাহে একদিন জরে তারা সাধারণের জন্য নাম মাত্র ৫টাকায় পাত পেরে খাবার আয়োজন করেছে।
বুধবার কালিয়াগঞ্জ শহরের বিডিও ও তিস্তা অফিসের পাশে এই নাম মাত্র মূল্যে খাবারের ব্যবস্থা করেন।বুধবার ৩৫০জনের মত সমস্ত শ্রেণীর মানুষদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।সুদীপ বাবু বলেন আগামী মঙ্গলবার তারা লায়ন্স ক্লাবের ব্যবস্থা পনায় কালিয়াগঞ্জ পৌর সভার পার্শ্ববর্তী স্থানে  আবার নাম মাত্র মূল্যে আহারের ব্যবস্থা করবেন বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *