December 22, 2024

আগামী ১৫ দিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিন ঘোষিত হবে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read
আগামী ১৫ দিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিন ঘোষিত হবে এবং কেন্দ্রের বিজেপি সরকার আর ক্ষমতায় আসবে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে আজ বিকেলে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন অবশ্যম্ভাবী। তার আগে তাঁরা বিরোধীদের ওপর একের পর এক আঘাত হানছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। এ রাজ্য তারা হিংসার রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের খুন করা হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অন্য রাজ্যে গণতন্ত্রের কথা বলেন আর নিজ রাজ্যে তার উল্টোটা করেন। তাঁদের নিজেদের রাজ্যে গোরক্ষকদের হাতে পুলিশকেও খুন হতে হয়। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার পরিবার শিল্পীকে দেওয়া কেন্দ্রীয় সরকারের ভারতরত্ন না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সমর্থন করে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পীর পরিবারের এই সিদ্ধান্ত সঠিক। আসামে নাগরিকত্বের নামে কেন্দ্রের বিজেপি সরকার যা করেছে তার প্রতিবাদে শিল্পীর পরিবার এই সম্মান নিতে অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল তিনি দিল্লিতে বিরোধীদের ডাকা ধর্মঘটে যোগ দেবেন এ ছাড়াও সেখানে গোর্খা ভবনের উদ্বোধন করবেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *