কালিয়াগঞ্জের শহর তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই সহায়তা কেন্দ্রে দেওয়া হল পানীয় জল সাথে বিস্কুট
1 min read
তন্ময় চক্রবত্তীঃ- আজ থেকে
শুরু হলো
২০১৯ সালের মাধ্যমিক
পরীক্ষা। এদিন
বেলা ১২
টা থেকে
শুরু হয়
প্রথম দিনের
পরীক্ষা। ইতিমধ্যেই দুপুরের
সময়ে হাল্কা গরম
পড়ে গেছে।
আর হাল্কা গরমের মধ্যে
পরীক্ষা দিতে
আসা ছাত্র–
ছাত্রীদের অভিভাবক–
অভিভাবিকাদের যাতে
কোন প্রকার
অসুবিধার সন্মূখিন না হতে হয়।
শুরু হলো
২০১৯ সালের মাধ্যমিক
পরীক্ষা। এদিন
বেলা ১২
টা থেকে
শুরু হয়
প্রথম দিনের
পরীক্ষা। ইতিমধ্যেই দুপুরের
সময়ে হাল্কা গরম
পড়ে গেছে।
আর হাল্কা গরমের মধ্যে
পরীক্ষা দিতে
আসা ছাত্র–
ছাত্রীদের অভিভাবক–
অভিভাবিকাদের যাতে
কোন প্রকার
অসুবিধার সন্মূখিন না হতে হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই কারনে
অভিনব উদ্যোগ
গ্রহণ করেছে
উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জের শহর তৃনমূল কংগ্রেস।
মাধ্যমিক পরীক্ষার প্রথম
দিন থেকে
শুরু করে
শেষ দিন
প্রযন্ত কালিয়াগঞ্জের মাধ্যমিক
সেন্টার স্কুল
গুলোর কাছে
খোলা হয়েছে
তৃনমূল সহায়তা
কেন্দ্র।যাতে পরীক্ষা দিতে আসা ছাত্র– ছাত্রীর অভিভাবক– অভিভাবিকাদের এই গরমের মধ্যে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না তার জন্য তাদের সহায়তা কেন্দ্রে বসার ব্যবস্থা করা হয়েছে।
অভিনব উদ্যোগ
গ্রহণ করেছে
উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জের শহর তৃনমূল কংগ্রেস।
মাধ্যমিক পরীক্ষার প্রথম
দিন থেকে
শুরু করে
শেষ দিন
প্রযন্ত কালিয়াগঞ্জের মাধ্যমিক
সেন্টার স্কুল
গুলোর কাছে
খোলা হয়েছে
তৃনমূল সহায়তা
কেন্দ্র।যাতে পরীক্ষা দিতে আসা ছাত্র– ছাত্রীর অভিভাবক– অভিভাবিকাদের এই গরমের মধ্যে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না তার জন্য তাদের সহায়তা কেন্দ্রে বসার ব্যবস্থা করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাতে তারা সেখানে এসে আরামে পরীক্ষার ৩ টি ঘন্টা কাটাতে পারে। তার সাথে সহায়তা কেন্দ্রে রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা সাথে রয়েছে বিস্কুট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমন কেউ কোন কারনে অসুস্থ্য হয়ে পড়ে তার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সহায়তা।তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সহায়তা কেন্দ্র খুলার জন্য খুশি ছাত্র– ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল বলেন মূখ্যমন্ত্রী অনুপ্রেরনায় মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্র– ছাত্রীদের অভিভাবক– অভিভাবিকাদের যাতে এই হাল্কা গরমের মধ্যে এদিক ওদিক গিয়ে আশ্রয় নিতে না হয় সেই কারনে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে
এই সহয়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
এই সহয়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});