রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জের চান্দোইল নেতাজী স্পোর্টিং ক্লাব
1 min read
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জের চান্দোইল নেতাজী স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার এই ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বস্ত্রদান করা হয়। উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা, বোচাডাঙ্গা পঞ্চায়েত প্রধান হ্রদয় সরকার, ক্লাব সভাপতি ভূষন সরকার সহ আরও অনেকে। জানা গিয়েছে, শিবিরে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।