December 23, 2024

নয়নাভিরাম পৌরপতির শটে গোল , গোলকিপার বিহীন গোলপোস্টে।

1 min read



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জয়ন্ত বোস এবং তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা। বসন্তের আদ্র মেঘলা আবহাওয়ায় পরন্ত বেলায় কালিয়াগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের অধীন রসিদপুর স্টেডিয়াম ময়দানে উপচে পরা দর্শকদের সামনে সবে মাত্র শেষ হয়েছে পায়ে নূপুর ও চুলের খোঁপায় ফুল গোঁজা সাঁওতালি মহিলাদের দলগত নৃত্য প্রতিযোগিতার আসর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আর এই অনুষ্ঠানের রেশে মঞ্চে যখন ঘোষনা চলছে উক্ত ময়দানে স্টেডিয়াম নির্মাণ করার শিলান্যাস পর্বের, তারই প্রস্তুতিতে কালিয়াগঞ্জের ভেটারেনস ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ কে ঘিরে দর্শকদের প্রবল উদ্দীপনার মাঝে সকলে দেখলো কালিয়াগঞ্জ পৌর এলাকার উন্নয়নের তুলির টান দেওয়া পালের পায়ে ফুটবল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 একক কৃতিত্বে বল ড্রিবলিং করে এক শটে গোলপোস্টের জালে বল গলিয়ে দিলেন, গো………ও….ল, কিন্তু গোলকিপার বিহীন গোলপোস্টে। কালিয়াগঞ্জের খেলার ময়দানে ও রাজনৈতিক ময়দানে  পাল মহাশয়ের তুলির টানের রুপের ঝলকানিতে একটি বিষয়ে দুই ময়দানের চরিত্র একই। 

দুই ময়দানেই গোল, একটিতে গোলকিপার বিহীন গোলপোস্ট এবং অপরটিতে বিরোধীপক্ষ বিহীন গোলপোস্ট। উভয় ময়দানে যেভাবে এক একটি শটে গোল করে  চলেছেন তুলির টান দেওয়া পাল মহাশয় ,

 সেখানে ফুটবল ময়দানে গোলকিপার না থাকলেও জালে বল গলিয়ে দেওয়া সম্ভব হলেও  কালিয়াগঞ্জের আগামী লোকসভা নির্বাচনের ময়দানে গোলপোস্টে গোলকিপার থাকবে সেখানে গোলপোস্টের জালে কিভাবে বল গলিয়ে গোল করতে পারবেন সেই সুক্ষ্ম তুলির টান দেওয়া পাল মহাশয়ের ড্রিবলিং দেখার আগ্রহে রাজনৈতিক ময়দানের দর্শকেরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *