উত্তর দিনাজপুর জেলার প্রথম ইটাহার ব্লকে সুফল বাংলা কাউন্টার এর উদ্বোধন করলেন বিধায়ক অমল আচার্য্য
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায় এই স্টলে নীত্য প্রয়জনীয় খাদ্য সামগ্রী বাজারের থেকে কম দামে পাওয়া যাবে। এদিন উদ্বোধনের পর বিধায়ক অমল বাবু বলেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জীর সবুজ সাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের মাধ্যমে যেমন সাধারন মানুষ সহয়তা করে চলেছে তেমনী সুফল বাংলা বিপনির ব্লকে ব্লকে তৈরী করে সাধারন মানুষ খুব কম দামে শাক, সবজী, সহ নিত্য প্রযোজনীয় জিনিস ক কিনতে পারবে। কেননা বেসরকারী মল গুলোতে মানুষ প্রতারনায় পরলেও এখানে তা হবে না কৃষক দের কাছে থেকে সরাসরি ভাবে সবজি কিনে এখানে বিক্রি করা হবে ও বিভিন্ন কম্পানির নিত্য প্রযোজনীয় জিনিস বাজার থেকে কম দামে পাবে এই সুফলা বাংলা বিপনিতে। আজকে ইটাহার বাসিকে এই সুফল বাংলার মার্কেটিং কমপ্লেক্স উপহার দেওয়া হল যা জেলায় প্রথম। আগামী দিনে অন্যান্য ব্লকে খুব শ্রীঘই চালু করা হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});