কালিয়াগঞ্জ থানার বড় সাফল্য, ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ
1 min read
গোপন সুত্রের খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। ব্যাঙ্ক ডাকাতির উদ্যেশ্যে জমায়েত হওয়া ডাকাতি বানচাল করে পুলিশ। এই ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুত্রে জানাজায় রবিবার গভীর রাতে কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন ভান্ডার এলাকায় একটি রাষ্ট্রেয়াত্ব ব্যাঙ্ক ডাকাতির উদ্যেশ্যে জমায়েত হয়েছে কিছু ডাকাত।
পুলিশি তৎপরতায় ডাকাতির আগেই গ্রেপ্তার হল এক ডাকাত বাকি ৫ জন ডাকাত পালাতে সক্ষম হয়। ধৃত ডাকাতের নাম বিপ্লব মন্ডল। বাড়ি ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার কদুয়া থানার অন্তরগর্ত। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানান ধৃতের কাছ থেকে একটি ছোট গ্যাস সিলেন্ডার, গ্যাস কাটার,একটি একটি ওয়ান সাটার ও এক রাউন্ড গুলি সহ বেশ কিছু ডাকাতির সামগ্রী। সোমবার কালিয়াগঞ্জ থানার পুলিশ ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনার জেরে কালিয়াগঞ্জ জুড়ে আলোড়ন ছড়িয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});