কুইজাস্ত্রকে ঘিরে বালুরঘাটে কুইজের উন্মাদনা
1 min read
তুহিন শুভ্র মন্ডল ঠিক যেন কুইজের আই পি এল।আগে কোথায় এমন হয়েছে? মনে করতে পারেনা কেউই।তাহলে কি কুইজ কে ঘিরে বালুরঘাটের উন্মাদনা নতুন উদাহরণ তৈরি করলো? কোন প্রশ্নচিহ্ন নয়।নিশ্চিত ভাবেই নতুন পথ।সৌজন্যে দক্ষিণ দিনাজপুর কুইজ অ্যাসোসিয়েশন।সতের মার্চ কচিকলা আকাদেমীতে তাই বালুরঘাটের সমস্ত রাস্তার মুখ গিয়ে মিললে অবাক হওয়ার কিছু নেই।
দক্ষিণ দিনাজপুর কুইজ অ্যাসোসিয়েশন জেলায় সিরিয়াস কুইজ চর্চা শুরু করেছে।ছাত্র- ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গিয়েছে এ নিয়ে।আর সেটাই আই পি এলের ধাঁচে কুইজ করতে তাদের উৎসাহিত করেছে জানালেন দক্ষিন দিনাজপুর কুইজ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রান্তিক তালুকদার।তার কথায় ‘ শিক্ষা ও জ্ঞান চর্চার মাধ্যম হলো কুইজ।আমরা জেলা জুড়েই এই চর্চা শুরু করেছি।কুইজাস্ত্র নতুন উন্মাদনা তৈরি করেছে কুইজ প্রেমী দের মনে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাইতো দীর্ঘদিন ধরে যারা নিভৃতে এই মাধ্যমকে ভালোবেসেছেন,যারা ছোটবেলাতে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, বিভিন্ন সময় যারা কুইজ মাস্টার হয়েছেন তাদের অবধারিত ঠিকানা এই অ্যাসোসিয়েশন ।আগে বিভিন্ন সময়ে কুইজের চর্চা বা কুইজের সংস্থা গঠনের চেষ্টা হয়েছে।দক্ষিণ দিনাজপুর কুইজ অ্যাসোসিয়েশন সবার সহযোগিতা নিয়েই এগিয়ে চলেছে নির্দিষ্ট লক্ষ্যে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});