জয়দেব গোপ চোপড়া২১সেপ্টেম্বর:আদিবাসী সম্প্রদায়ের করম উৎসব উপলক্ষে চোপড়ার সবুজ চা বাগান ঘেরা এলাকা দেবীঝোরা ৭নম্বর লাইন মাঠে শুক্রবার জমে উঠলো বিরাট করম পূজার মেলা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই পূজা ও মেলার আয়োজক আদিবাসী জনকল্যাণ কমিটি।মেলার মূল আকর্ষণ আদিবাসী জনজাতির প্রাচীন লোকসংস্কৃতিকে আরো উন্নত করতে আদিবাসী লোক নৃত্য ও লোকসংস্কৃতির প্রতিযোগিতার অনুষ্ঠান।এই অনুষ্ঠানে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে মোট ১৭টি আদিবাসী নৃত্য দল প্রতিযোগিতায় অংশ নে।আদিবাসী নৃত্য দেখতে মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যোগদান করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক, দেবীঝোড়া সুন্দর নগর মিশনের ফাদার,আদিবাসী বিকাশ পরিষদের নেতা ভিক্টর বারলা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার প্রবীণ লোকশিল্পী সুবল গোপ।এই অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে দীনেশ লাকরা ও জর্জ কেরকেটা জানান, প্রতিবছর একাদশী তিথিতে করম গাছের ডাল কেটে আনে বেদ মন্ত্র পরে পূজা করা হয়।সেই পূজা উপলক্ষে পরদিন দেবীঝোড়া ৭নম্বর মাঠে বিরাট মেলা বসে মেলায় মূল আকর্ষণ থাকে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা।চা বাগানের শ্রমিকদের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় বাড়তি আনন্দে মেতে উঠেছে গোটা আদিবাসী সমাজ।তাই বহু দূর দূরান্ত থেকে আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ভিড়ে জমে ওঠে চোপড়ার করম পূজার মেলা।
আয়োজক কমিটির সম্পাদক নিমাই ওরাও জানান, এবারের প্রতিযোগিতায় মোট ১৭টি দল অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বাছাই করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে ট্রফি সহ কিছু নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *