উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের উৎসব রায়গঞ্জে পালিত হল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ , ২৬ শে জানুয়ারি:রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।প্রজাতন্ত্র দিবসে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র মীনা জাতীয় পতাকা তোলেন।
অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লক থেকে বিভিন্ন ধরনের রাজ্যের উন্নয়নের মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংস্কৃতি অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ সুপার মোঃ শানা, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশক মাইতি সহ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগণ।