সাধারণতন্ত্র দিবসে জেলায় অন্য মুডে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

ছরের আর পাঁচটা দিন অন্যান্য কাজে ব্যস্ত থাকলেও আজ সারা দিন সাধারণতন্ত্র দিবসে একটু অন্য মুডে দেখা গেল রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কে। ভারত বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত সীমান্তগুলো রয়েছে উত্তর দিনাজপুর জেলায় তার মধ্যে একটি সীমান্তে গিয়ে তিনি সাধারণতন্ত্র দিবসে যেমন শুভেচ্ছা জানান সীমান্তে প্রহরারত বীর জওয়ানদের। তেমনি গ্রামের কচিকাঁচাদের দেখলেই তিনি এগিয়ে এসে তাদের দিলেন চকলেট আর বিস্কুট। যার ফলে যার পর নাই খুশি এলাকার কচিকাঁচারা।

 

সম্প্রতি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে  ভারত বাংলাদেশ সীমান্ত খুবই করাকরি রয়েছে। সীমান্তের বীর জোয়ানরা তারা রাতদিন পাহারা দিয়ে চলছে।ওপারের দুষ্কৃতিকারীরা যাতে কোন ভাবেই এ পারে এসে অপরাধ ঘটাতে না পারে। আর তার জন্যই বিএসএফের জওয়ানরা খুবই করাকরি ভাবে সীমান্ত নজর রাখছে। এমন অবস্থায় দাঁড়িয়ে যখন সীমান্ত ঠিক তখন সাধারণতন্ত্র দিবসের দিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সোজা পৌঁছে গেলেন ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি আউট পোস্টে। যেখানে দেখা গেল সাংসদ কে সীমান্তে পহরা রত বীর জোয়ান দের সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা বিনিময় করতে এবং সাথে সাথে এলাকার পরিস্থিতি কেমন রয়েছে সেটাও খোঁজ খবর নিতে। এর পাশাপাশি সাংসদ কে দেখা গেল এদিন সীমান্ত সংলগ্ন গ্রামের বাচ্চাদের চকলেট এবং বিস্কুট হাতে দিয়ে তাদের মুখেও হাসি ফুটাতে। সবমিলিয়ে এদিন সাধারণতন্ত্র দিবসের দিনটিতে একটু মুডে দেখা গেল সাংসদকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *