ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা দিতে বিবেকানন্দ পাবলিক (আবাসিক) বিদ্যালয়ের উদ্বোধন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ জানুয়ারি:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মধ্য দুর্গাপুরে ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের শুভদিনে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা নিতে বিবেকানন্দ পাবলিক স্কুল আবাসিক নামে একটি স্কুলের উদ্বোধন হয় । এই আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করেন একযোগে জ্যোতির্ময় ঘোষ মিলনময়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী চক্রবর্তী , বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ জিতেন্দ্রনাথ চাকি, কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর বিপুল মন্ডল, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ বিশিষ্ট জনেরা। বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জ্যোতির্ময় ঘোষ বলেন পাঁচ বিঘায় জমির উপরে আমরা বিবেকানন্দ পাবলিক আবাসিক বিদ্যালয় স্থাপন করেছি এই এলাকার ছাত্র-ছাত্রীদের প্রথম থেকে, বর্তমানে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা দেওয়ার কারণে। কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন স্কুলে তারা সামগ্রিকভাবে সিলেবাসকে অনুসরণ করে শিক্ষা দেবার ট্র্যাডিশন নিয়ে চলছে।
আমরা চাই ছাত্র-শিক্ষকদের মধ্যে গুরুকুলের মত সম্পর্ক গড়ে উঠুক। শিক্ষক শিক্ষিকা রায় এখানকার আবাসিক ছাত্র-ছাত্রীদের নিজের পরিবারের ছেলে মেয়ের মত মনে করে তারা শিক্ষা দেবার ব্যবস্থা নেবে এটাই আমাদের লক্ষ্য। কোটা বলি একটু জায়গা আছে সেখানে এইভাবে আবাসিক ছাত্র-ছাত্রীরা থেকে সেখান থেকে মানুষ হয়ে বেরিয়ে আসে। সেই কারণেই সবাই সেখানে ভিড় করে থাকে। আমাদের যদি আন্তরিকতা থাকে আমরা নিশ্চয়ই কোটার মতোই ছাত্রছাত্রীদের তৈরি করতে পারব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ জিতেন্দ্রনাথ চাকি, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি হিরন্ময় সরকার সরকার সহ অনেকেই।১৫০ জনের মত ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে শুরু হয়েছে ভর্তির ব্যবস্থা।নুতন বিদ্যালয় চলবে তৃতীয় শ্রেণীর থেকে নবম শ্রেণী পর্যন্ত।: গ্রামে নুতন বিদ্যালয় স্থাপনের আনন্দে প্রচুর গ্রামের মহিলারা উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শোনেন।