January 11, 2025

ভবানীপুর স্বাধীন সংঘের পুজো উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

1 min read

কলকাতা :- এবারে ভবানীপুর স্বাধীন সংঘের পুজোর সত্তর বছর পূর্তিতে রয়েছে চমক। পুজো উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি; সহউদ্বোধক স্টারলাইট পিকচার প্রোডাকশনের প্রযোজক “শ্রী বিকাশ সাহা”। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কবিতাপাঠ দিয়ে পুজোর উদ্বোধন হবে; এরপর শুরু হবে বিকাশ সাহা মহাশয়ের “বেগার্স আর নট লুজার্স” ছবি নিয়ে একটি অনবদ্য ভাষণ। রয়েছে আরও চমক। কেননা, যেখানেই মুখ্যমন্ত্রী, সেখানেই অভিনবত্ব থাকে। অতএব, সকলের উপস্থিতি একান্ত ভাবেই কাম্য।এতকাল ধরে যেভাবে এই পুজো স্মরণীয় হয়েছে, ঠিক সেরকম এবারেও স্মরণীয় করতে হবে। কারণ এবারে থাকছে দুটো চমক। উপস্থিত থাকুন এবং উদ্দীপনায় মেতে উঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *