কেন্দ্রের রিপোর্টে স্কুল শিক্ষায় ‘মাইলস্টোন’ গড়ল বাংলা
1 min readকেন্দ্রের রিপোর্টে স্কুল শিক্ষায় ‘মাইলস্টোন’ গড়ল বাংলা
শিক্ষায় উজ্জ্বল ছবি। একাধিক রাজ্যকে পিছনে ফেলে দিল বাংলা। প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে স্কুল ছুটের নিরিখে মাইলস্টোন রাজ্যের। যদিও মাধ্যমিক স্তরে ছবিটা ভাবাচ্ছে রাজ্যকে। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে প্রকাশ্যে স্কুল শিক্ষার বর্তমান হাল। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়ুয়াদের ড্রপ আউট শূন্য।
জাতীয় স্তরে প্রাথমিক স্তরে যেখানে স্কুল ছুটের গড় ১.৯ শতাংশ ও উচ্চ প্রাথমিক স্তরে ৫.২ শতাংশ।প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুল ছুট নেই। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য। একাধিক রাজ্যকে পিছনে ফেলে দিয়ে প্রাথমিkolkataক ও উচ্চপ্রাথমিকে স্কুল ছুটের নিরিখে মাইলস্টোন রাজ্যের। যদিও মাধ্যমিক স্তরে স্কুলছুট ভাবাচ্ছে রাজ্যকে। কেন্দ্রের রিপোর্টে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে রাজ্যের স্কুল ছুট হচ্ছে ১৭ শতাংশ পড়ুয়া।সাম্প্রতিক সময়ে কন্যাশ্রী, সবুজসাথী সহ বিভিন্ন প্রকল্প চালু করেছে স্কুল পড়ুয়াদের জন্য। তারই সুফল পেল রাজ্য?