কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের উন্নয়নের ব্যাপক জল নিকাশের কাজ শুরু
1 min readকালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের উন্নয়নের ব্যাপক জল নিকাশের কাজ শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯ জানুয়ারী: কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে কালিয়াগঞ্জ শহরে জল নিকাশি ব্যবস্থার বিশাল বিশাল ড্রেনের কাজ। কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ এলাকায় বেশ কিছুদিন থেকে সামান্য বৃষ্টিতে সাধারণের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হত।
এবার যে ভাবে পুরানো দীর্ঘদিনের ভাঙা ড্রেন গুলি ভেঙে নুতন শক্ত সামর্থ ড্রেনের কাজ করা হচ্ছে যা কালিয়াগঞ্জ শহরের সাধারণ মানুষকে বৃষ্টির জলের জন্য ভুগতে হবে না। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রামনিবাসী সাহা জামান আমরা চেষ্টা করছি কালিয়াগঞ্জ শহরের মানুষ যাতে কালিয়াগঞ্জ পৌরসভার পরিষেবা পেয়ে থাকে। সাধারন মানুষ যাতে পৌর সভার পরিষেবা থেকে কোন রকম ভাবেই বঞ্চিত না হন।