January 8, 2025

প্রভাত রায়ের সিনেমা ‘ লাঠি’ , চরিত্রে ভিক্টর ব্যানার্জী আশা করি সকলের মনে আছে ?

1 min read

প্রভাত রায়ের সিনেমা ‘ লাঠি’ , চরিত্রে ভিক্টর ব্যানার্জী আশা করি সকলের মনে আছে ?

প্রভাত রায়ের সিনেমা ‘ লাঠি’ , চরিত্রে ভিক্টর ব্যানার্জী আশা করি সকলের মনে আছে । পড়াশুনো করতে গিয়ে অনেকেই খেয়েছে এক দুই ঘা । আর এটার ভয়ে অনেকেই পড়াশুনো করে আজ সফল । এই লাঠি মানুষের সময়কে প্রাপ্তিতে কনভার্ট করে । যেমন লাঠি র ভয়ে পড়তে বসা, আবার লাঠি উঁচিয়ে কুকুর তাড়ানো, বৃদ্ধ বয়েসের ব্যালান্স সম্বল, চোর তাড়ানো, ডিফারেন্টলি আব্লেড শিক্ষার্তির চলার শক্তি, পুলিশের কাছে জনগন সামাল দেওয়ার কাজে লাগা, এক সময় হাত পা ভেঙে গেলে হাড় জোড়া লাগাতে ব্যবহার, লাঠি খেলা, রানার এর হাতে লাঠি, চৌকিদাঁড়ের হাতে লাঠি, আরো কত যে কাজে লাগে ।কিন্তু আজ লাঠির সময় প্রায় শেষ । এর মুখ্য ব্যবহার গুলোই নেই ।

লাঠি যেন বেপরোওয়া সমাজ কে একটু পরওয়া করতে শিখিয়েছিল । আজ লাঠির ভয় কেও পায় না। লাঠি হাতে সময় ও লাঠি ছাড়া সময়ে বহু কিছু সমাজ দেখছে । আসলে লাঠি নিজেই সময় ।রাষ্ট্রপুঞ্জ sdg ৫ এ কোয়ালিটি এডুকেশন এর কথা বলছে । লাঠি ছাড়া এই এডুকেশন কি সত্যিই ততটা কোয়ালিটি আনতে পারবে? স্টুডেন্ট যখন জেনেই যাচ্ছে পড়া না পারলেও লাঠি র ভয় নেই, চোর জেনেই গিয়েছে লাঠি চললেই হিউমান রাইটস, তখন মানুষ তৈরীর পথ কঠিন । তবে আমার কাছে একটা লাঠি সব সময় থাকে । ভয় দেখাতে নয়, এর গুরুত্ব বোঝাতে ।এই লাঠির নাম’ সময়’ । বহু শিক্ষক স্টুডেন্টস দের অনৈতকতার সামনে লাঠি ধরতে ভয় পান ।যে লাঠিকে স্টুডেন্টস রা ভয় পেতো আজ উল্টো শিক্ষক রা ভয় পায় তা ধরতে । ভয় পেয়ে কি লাভ । বৃদ্ধ বয়সে তো ধরতেই হবে । আজ সেই লাঠি নিয়ে গবেষণায় অধ্যাপক তাপস পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..