কালিয়াগঞ্জ পৌর শ্রমিক কর্মচারী সুরক্ষা সমিতির নুতন পরিচালনা কমিটি
1 min readকালিয়াগঞ্জ পৌর শ্রমিক কর্মচারী সুরক্ষা সমিতির নুতন পরিচালনা কমিটি
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১০ সেপ্টেম্বর: শুক্রবার কোভিড বিধিনিষেদকে সম্পূর্ণ মান্যতা দিয়ে আই এন টি টি ইউ সি অনুমোদিত কালিয়াগঞ্জ পৌর শ্রমিক সুরক্ষা সমিতির বার্ষিক সাধারণ সভা কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে অনুষ্ঠিত হয়।সভায় বিদায়ী সম্পাদক তপন কুন্ডু গত এক বছরে শ্রমিক কল্যানে কি কি কাজ করেছেন আর কি করতে পারেন নি করোনা অবহের কারনে তা বিস্তারিত ভাবে তার প্রতিবেদনে প্রকাশ করেন।সম্পাদকীয় প্রতিবেদনের উপর মোট ৪ জন সংগঠনের সদস্য সদস্যা বক্তব্য রাখেন যথাক্রমে স্বপন ব্রহ্ম,কিষান সিংহ,বিলাস সরকার এবং সুনন্দা রায়।পরিশেষে আগামী দিনের জন্য একটি শক্তিশালী পরিচালান কমিটি গঠন করা হয় বলে জানা যায়।
৯ জনকে নিয়ে এই নুতন পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হন দেবাশীষ ব্রহ্ম(স্বপন) সহ-কারী সভাপতি দুই জন নির্বাচিত হন যথাক্রমে কিষান সিংহ ও চন্দন ঘোষ,সংগঠনের সম্পাদক পদে নির্বাচিত হন লড়াকু নেতা তপন কুন্ডু,কার্যকরী সম্পাদক পদে নির্বাচিত হন বিমল পোদ্দার ও হিসাবরক্ষক পদে নির্বাচিত হন বিলাস সরকার।এ ছাড়াও সংগঠনের কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হন তরুণ সরকার,দীপালি সরকার এবং সুনন্দা রায়।