January 6, 2025

জমে উঠেছে উত্তর দিনাজপুর জেলা বইমেলা , ৩ দিনে লক্ষাধিক টাকার বই বিক্রি কালিয়াগঞ্জে

1 min read

জমে উঠেছে উত্তর দিনাজপুর জেলা বইমেলা , ৩ দিনে ৪ লক্ষাধিক টাকার বই বিক্রি কালিয়াগঞ্জে

পার্বতীসুন্দরী হাইস্কুলের ক্রীড়াঙ্গনে জমে উঠেছে উত্তর দিনাজপুর জেলা বইমেলা। মেলার প্রবেশপথ দিয়ে ঢুকতেই চোখে পড়ল চির পরিচিত চিত্র। বইয়ের দোকানে মনযোগ দিয়ে বইয়ের পাতা উলটানোই হোক অথবা সেলফি জোনে দাঁড়িয়ে বন্ধু বান্ধবীদের সঙ্গে সেলফি, সবই যেন চলছে নিজ তরঙ্গে। বইমেলার পূর্ব পাশে বসেছে মেলা। ব্রেকডান্স, নাগরদোলা, একদরের দোকানের মাঝে মুখে ঠান্ডা অনুভূতি আনতে কুল বিস্কুটের চাহিদাও এখন তুঙ্গে।  এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জে অনুষ্ঠিত বইমেলার প্রাঙ্গণে।’

 

বই বিক্রির ধুম দেখে খুশির হাওয়া বইছে মেলা কমিটির সদস্যদের মনে। বুধবার পর্যন্ত এই তিনদিনে প্রায় ৪ লক্ষ টাকার বই কিনেছে বইপোকাদের দল। এমনই দাবি কমিটির সদস্যদের। বইমেলার যুগ্ম আহ্বায়ক সুব্রত পালের দাবি, ‘বিভিন্ন স্কুল, লাইব্রেরি বাদ দিয়ে এই কয়েক দিনের বিক্রির খতিয়ান তুলে ধরলাম। আশা করছি, এ’বছর সব মিলিয়ে কমপক্ষে ২৫ লক্ষ টাকার বই বিক্রি হবে।’অতীতে চারবারের কালিয়াগঞ্জে অনুষ্ঠিত জেলা বইমেলার হিসেব ঘাটলে বোঝা যায়, বই বিক্রির দিক থেকে রাজ্যের বিভিন্ন প্রকাশকদের কাছে যথেষ্ট সুনাম রয়েছে কালিয়াগঞ্জের। ২০১৯ সালে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত বইমেলায় প্রায় ১৮ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। কমিটির সম্পাদক রামনিবাস সাহার মতে, ‘মোবাইলের যুগেও কালিয়াগঞ্জ সহ এই জেলায় বইপোকাদের অস্তিত্ব লক্ষণীয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *