January 6, 2025

দুর্গোৎসবের আগেই পৌর সভার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ শহরকে সাজিয়ে তোলার কাজ চলছে পূর্নউদ্দমে

1 min read

দুর্গোৎসবের আগেই পৌর সভার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ শহরকে সাজিয়ে তোলার কাজ চলছে পূর্নউদ্দমে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১১ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে শহরের রাস্তাঘাট সহ আলোক শয্যায় সজ্জিত করবার কাজ কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে দ্রুত গতিতে চলছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক পালের নেতৃত্বে এই পৌর সভার ব্যাপক উন্নয়নের কাজ শুরু হয়েছিল।কালিয়াগঞ্জ পৌর সভার প্ৰকৃত উন্নয়ন শুরু হয় তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড গঠন করার পর থেকেই প্রাক্তন চেয়ারম্যান কার্তিক পালের নেতৃত্বে।

কিন্তূ মাঝখানে উন্নয়নে ভাটা পরে যায় কালিয়াগঞ্জ।পৌর সভার উন্নয়নের কান্ডারি হটাৎ করেই তৃণমূল দল থেকে বিজেপি দলে।পরবর্তীতে পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে বিদায়ী কমিশনার শচিন সিংহ রায়কে প্রসাশক হিসাবে নিযুক্ত করার বেশ

কিছুদিন পর থেকে কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের কাজ শুরু করবার দিকে নজর দেওয়া হয়।সম্প্রতি বর্তমান পৌর প্রসাশক শচিন সিংহ রায় প্রাক্তন পৌর পিতা যে সমস্ত অসমাপ্ত কাজ রেখে চলে গেছেন বর্তমান প্রসাশক সেই সব কাজকেই অগ্রাধিকারের ভিত্তিতে পুনরায় শুরু করে দিয়েছে। বর্তমান পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় কালিয়াগঞ্জ পৌর শহরের সৌন্দর্যয়নের লক্ষে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ব্যাস্ততম এলাকায়

বিভিন্ন মনীষীদের মূর্তি স্থাপন যেমন করেছেন তেমনি অপর দিকে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় প্রচুর পরিমানে আলো লাগিয়ে কালিয়াগঞ্জ সড়কে আলোকমালায় সজ্জিত করবার ব্যবস্থা করবার চেষ্টা করে চলেছেন।শুধু তাই নয় শহরের যে সমস্ত রাস্তাঘাট চলাচলের অযোগ্য ছিল সেই সব রাস্তাঘাটের সংস্কারের কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছে।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় বলেন পূজার মধ্যে কালিয়াগঞ্জ শহরের মানুষ আসন্ন দুর্গোৎসবে যাতে স্বাচ্ছন্দে শহররের

বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে পূজা দেখতে পায় তার জন্য শহরের রাস্তাঘাটের সংস্কারের কাজ দ্রুত গতিতে শুরু করা হয়েছে।কালিয়াগঞ্জ শহরের যে উন্নয়ন হচ্ছে তা শহরের আট থেকে আশি বছরের যে কোন মানুষই বলবে তা নিশ্চিত ভাবেই বলা যেতে পারে। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের বলতে শোনা যায়

কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক পালের মত কাজ পাগল মানুষের প্রয়োজন এই কালিয়াগঞ্জ পৌর সভায়।১৯৯৪ সালে পৌর নির্বাচনে পর কালিয়াগঞ্জ পৌর সভায় এত উন্নয়ন মূলক কাজ শুধু মাত্র কার্তিক পালের আমলেই সম্ভব হয়েছে। আগামীতে সত্যি সত্যিই কালিয়াগঞ্জ পৌর সভা কাজের নিরিখে

উত্তর দিনাজপুর জেলার মধ্যে এই পৌর সভা যে এক নম্বর পৌর সভার তকমা পেতে পারে তা একমাত্র কার্তিক পালের নেতৃত্বেই সম্ভব নিঃসন্দেহে বলা যেতে পারে বলে তারা মনে করে।কালিয়াগঞ্জ শহরের মানুষ মনে করে কার্তিক পালের মত একজন ডানপিঠে চেয়ারম্যান এই শহরে খুব প্রয়োজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *