রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে গান বেঁধে লোকশিল্পী বিনয় মোহন্ত গ্রামে গঞ্জের মানুষদের সচেতন করছে
1 min readরাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে গান বেঁধে লোকশিল্পী বিনয় মোহন্ত গ্রামে গঞ্জের মানুষদের সচেতন করছে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১১ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গ্রামে গঞ্জে সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পে যাতে গরিব মানুষেরা সামিল হয় তার জন্য গান বেঁধে প্রচারে নেমেছে লোকশিল্পী বিনয় মোহন্ত। কালিয়াগঞ্জের আট টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে “দুয়ারে লক্ষীর ভান্ডার” শিবির চলছে সেখানেই তার স্বরচিত লক্ষীর ভান্ডার সম্পর্কে গান লিখে লোকসঙ্গীতের মাধ্যমে তা প্রচার করে চলেছে
লোক শিল্পী বিনয় মোহন্ত।এক সাক্ষাৎকারে লোক শিল্পী বিনয় মোহন্ত বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রামে গঞ্জের দুস্থ্য মানুষদের কাছে প্রতিমাসে পাঁচশো টাকার গুরুত্ব অনেক।তাই আমি নিজে গান বেঁধে তাতে সুর দিয়ে মানুষদের সচেতনতার কাজে নেমে পড়েছি।সরকারি কাজে মানুষদের সচেতন করতে আমারও সামান্য হলেও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। যা আমি আমার মত করে করে যাচ্ছি।