January 8, 2025

ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজ ন্যাকের মূল্যায়নে “বি” তকমা পাওয়ায় ছাত্র ছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকা সবাই খুশি

1 min read

ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজ ন্যাকের মূল্যায়নে “বি” তকমা পাওয়ায় ছাত্র ছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকা সবাই খুশি

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৮ সেপ্টেম্বর:,উত্তর দিনাজপুর জেলার ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজ ন্যাকের মূল্যায়নে ” বি ” গ্রেডের তকমা পাওয়ায় ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজের ছাত্র ছাত্রী থেকে অধ্যাপক অধ্যপিকা সব মহলেই খুশির আমেজ। খবর নিয়ে জানা যায় গত ৩০ ০ ৩১শে আগস্ট দুই দিন ধরে শ্রীশঙ্করা চার্য্য উইনিভার্সিটি অফ সংস্কৃতের ভাইস চ্যান্সেলর ডঃ ধর্মরাজনের নেতৃত্বে ও ডঃ সঞ্জীব কুমার,ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, রাজীব গান্ধী উইনিভার্সিটি এবং ডঃ অনুপম নাগর,প্রিন্সিপাল গুরুকুল মহিলা আর্টস এন্ড কমার্স কলেজের অধ্যাপকদের মিলিত প্রতিনিধিত্বে দুইদিন ধরে ইটাহার ডঃ মেঘনাদ কলেজ পরিদর্শন করেন ন্যাকের মূল্যায়নের কারনে।

সব দিক পুঙ্খানুপুঙ্খ ভাবে মূল্যায়ন পর্ব শেষে তিনজন শিক্ষাবিদ তাদের গুরুত্বপূর্ন মূল্যায়নে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ডঃ মেঘনাদ কলেজকে ” বি ” গ্রেড(সিজিপিএ-২-৪২) নম্বর দেন।ডঃ মেঘনাদ সাহা কলেজের ভাইস-প্রিন্সিপাল ডঃ মুকুন্দ মিশ্র এক প্রেস রিলিজের মাধ্যমে এই সুসংবাদটি জানান।

তিনি বলেন মোট সাতটি বিষয়ের উপর আমাদের কলেজের মূল্যায়ন করা হয়।যার মধ্যে রয়েছে পাঠক্রম শিক্ষন ও মূল্যায়ন পদ্বতি,গবেষণা,পরিকাঠামো ও শিক্ষন সম্পদ,ছাত্র সহায়তা ও উত্তরণ,কলেজ পরিচালন,প্রাতিষ্ঠানিক ও নিজস্বতা।ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজের অধ্যাপক সুকুমার বারুই বলেন তাদের কলেজকে এই প্রথম ন্যাকের মূল্যায়ন করা হয়।আগামীতে তাদের কলেজকে সার্বিকভাবে আরো উন্নত করা যায় কি ভাবে এবং মূল্যায়নের শীর্ষ স্থান কি ভাবে পাওয়া যায় তার জন্য কলেজের ছাত্র ছাত্রী থেকে অধ্যাপকদের সবার অনেক দায়িত্ব বেড়ে গেল বলে সুকুমারবাবু মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..