প্রয়াত দাসমুন্সীর কালিয়াগঞ্জের বাড়িতেই পৌর নির্বাচনের প্রস্তুতি বৈঠক করলো কংগ্রেস
1 min readপ্রয়াত দাসমুন্সীর কালিয়াগঞ্জের বাড়িতেই পৌর নির্বাচনের প্রস্তুতি বৈঠক করলো কংগ্রেস
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ সেপ্টেম্বর:আসন্ন কালিয়াগঞ্জ পৌর সভা নির্বাচনে এককভাবে লড়াই করবার সম্ভাবনাকে সামনে রেখে কালিয়াগঞ্জ কংগ্রেস প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর শ্রীকলোনির বাসভবনে আসন্ন কালিয়াগঞ্জের পৌর নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রস্তুতি বৈঠক করে কালিয়াগঞ্জের কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপূজার পরেই রাজ্যের অন্যান্য ১১২টা পৌর সভার সাথে কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাচন হচ্ছে ধরে নিয়েই কালিয়াগঞ্জ পৌর সভার ১৭ টা ওয়ার্ডের ওয়ার্ড কংগ্রেস সভাপতির সাথে কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত,শহরে কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল,প্রাক্তন কমিশনার মঞ্জুরী দত্ত দাম এবং মহিলা কংগ্রেস নেত্রী ধিতশ্রী রায় বৈঠকে উপস্থিত ছিলেন।উপস্থিত।ছিলেন যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত ও কালিয়াগঞ্জ ব্লকের যুব নেতা গিরিধারী প্রামানিক।এক সমহ কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের সাজানো বাগান।
সেই সাজানো বাগানের সর্বময় কর্তৃত্ব যার হাতে ছিল তিনি কালিয়াগঞ্জের ভূমিপুত্র,তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি।বর্তমানে সেই রাম ও নেই সেই রাজত্বও না থাকলেও কালিয়াগঞ্জ ব্লক যে সেই সময় কংগ্রেসের দুর্গ ছিল বলাই বাহুল্য।কালিয়াগঞ্জ পৌর নির্বাচনের ঊষা কাল থেকে অর্থাৎ ১৯৯৪সাল থেকে এক নাগারে ২০১৫ সাল পর্যন্ত একক ভাবে কংগ্রেসের দখলে ছিল দক্ষ পৌরপিতা অরুণ ডি সরকারের নেতৃত্বে।কিন্তূ ২০১৬ সালে কংগ্রেসের পৌর পিতাকে পেছন থেকে চুরি মেরে কংগ্রেস দলের ১২জন পৌর কমিশনার পৌর পিতা অরুণ দে সরকারের প্ৰতি বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল দলে চলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তৃণমূলের পৌর বোর্ড গঠন করে।
২০১৫ সালে গঠিত পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় গত ২০২০ সালের এপ্রিল মাসে।তৃণমূল দল কালিয়াগঞ্জ শহরের মানুষের ভোটে নির্বাচিত না হয়েও ক্ষমতার অপব্যবহারকে মূলধন করে এখনো পৌর সভা নিজের মত করে চালিয়ে যাচ্ছে কালিয়াগঞ্জ শহরের মানুষের গণতান্ত্রিক রায়কে বুড়া আঙ্গুল দেখিয়ে।
গ
ত বিধান সভা ভোটে বিজেপিকে রুখতে বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করায় রাজ্যের মানুষ।এই জোটকে কোন ভাবেই মেনে নেয়নি।ফলে যা হবার তার চেয়ে অনেক বেশি কংগ্রেস এবং বাম দল একটি আসনও কেও দখল করতে পারেনি।এবার জোটের পরিবর্তে এককভাবে লড়াই করার কৌশল ঠিক করতেই এই বৈঠকের গুরুত্ব অপরিসীম বলেই ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত মনে করছেন ঠিক একই ভাবনায় ভাবিত কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি তুলসী জয়সওয়াল।বৈঠকে আলোচনা হয় কোন জোট নয় কংগ্রেস যেমন আগেও একক ভাবে লড়াই করে মানুষের সমর্থন পেয়েছে সেই সাহসকেই মূলধন করে কংগ্রেসকে সামনের দিকে এগোতে হবেই।তাই আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে
কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি ওয়ার্ডের প্রাথী নিয়েও বৈঠকে আলোচনা হয়। কালিয়াগঞ্জের কংগ্রেসের বৈঠকে অধিকাংশ কংগ্রেস সমর্থকদের বক্তব্য আমাদের দলের নাম কংগ্রেস।কংগ্রেস দল কোনদিন মুছে যাবার নয়।এই রাজ্যে কংগ্রেসের উপর যতই অত্যাচার নেমে আসুক কংগ্রেস
একক ভাবে লড়াই করেই দেখিয়ে দেবে কংগ্রেস আছে।তা যদি নাই হত তালে কালিয়াগঞ্জ পৌর সভার জন্ম লগ্ন থেকে ২০১৫ সালের পৌর নির্বাচনে তৃণমূল রাজ্যে ক্ষমতায় থেকেও কালিয়াগঞ্জ পৌর ভোটে একটি কমিশনারকেও আজ পর্যন্ত জয়ী করতে তৃণমূল দল পারেনি। আমরা কংগ্রেস একক ভাবে লড়ে নির্বাচনে জেতার ক্ষমতা দেখিয়েছি।এবারের পৌর নির্বাচনের জন্য এখুনি আমাদের তৈরি হতে হবে একক ভাবে লড়াই করবার প্রস্তুতি নিয়ে।