January 7, 2025

বিজেপির তিন যুব মোর্চার দাপটে নেতা, দল ত্যাগ করে তৃণমূলে যোগদান কুশমন্ডি।

1 min read

বিজেপির তিন যুব মোর্চার দাপটে নেতা, দল ত্যাগ করে তৃণমূলে যোগদান কুশমন্ডি।

লোকনাথ সরকার, কুশমন্ডি, ৮ সেপ্টেম্বর গোটা রাজ্যের মতোই কুশমন্ডিতেও এবার সামনে এলো রদবদলের পালা। এদিন কুশমন্ডি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিষ সরকারের হাত ধরে, বিজেপির তিনজন যুব মোর্চার যুব নেতা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।নারায়ণ শর্মা, পার্থ সরকার ও শান্তু সাহা এই তিন জনেই কুশমন্ডি ব্লকের বিজেপির যুব মোর্চার দাপুটে যুব নেতা ছিলেন। তিন জনেরি হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিষ সরকার।সদ্য তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেওয়া শান্ত সরকার বলেন। সারা দেশ ব্যাপী বিজেপি চক্রান্ত করে চলেছে। বিজেপি এমন একটা রাজনীতি করছে যেটা মেনে নেওয়া যায় না। সেই সব কিছুকেই উপলব্ধি করতে পারেই আজ আমাদের দেশত্যাগ করা। নতুন দলে যোগদান করতে পেরে ভীষণ খুশি। মানুষের পাশে থেকে, ভালো কাজ করে যাবো।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরিষ সরকার জানান। তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। তাই আজ আমাদের দলে যোগদান করছে। এরকম আরো বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে। আগামীতে আরো বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে আশাবাদী।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিষ সরকার, ব্লক সভাপতি জিতেন্দ্রনাথ সরকার, যুব তৃণমূল ব্লক সভাপতি সেকেন্দর হক সহ, জেলা তৃণমূল সভাপতি কেশব যোশি।

 

6 thoughts on “বিজেপির তিন যুব মোর্চার দাপটে নেতা, দল ত্যাগ করে তৃণমূলে যোগদান কুশমন্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *