January 7, 2025

আত্রেয়ীর মতো শ্রীমতি নদীর কথাও উঠে আসছে অনবরত:তুহিন শুভ্র মন্ডল

1 min read

শ্রীমতি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ নদী।কিন্ত বর্তমানে এই নদীর অবস্থা ভয়াবহ।নদী দূষণের শিকার।বিভিন্ন জায়গায় নদী মজে গিয়েছে।নাব্যতা হারিয়েছে এই নদী।শ্রীম তি নদী দখল হয়ে যাচ্ছে।আর সবচেয়ে ভয়াবহ বিষয় যে নদীর বুকে নথিভুক্ত  জমি হয়ে গিয়েছে মানুষদের ।এটা কি করে হয়?বেশ কিছুদিন থেকে শ্রীমতি নদীর বেহাল হাল ফেরানোর জন্য লড়াই করছে কালিয়াগঞ্জের সচেতন নাগরিক বৃন্দ ।আর তাতে পথ দেখাচ্ছেন কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি।সচেতনতার বার্তা সম্বলিত এই আন্দোলনে সরাসরি যোগ থাকার সূত্রে বলতে পারি সর্ব স্তরে একটা সচেতনতা ও উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে।পৌরসভা ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা গুরুত্ব দিচ্ছেন বিষয়টাতে।যা সম্ভব হয়েছে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির তত্ত্বাবধানে।সেটা মূলত উত্তর  দিনাজপুরে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দক্ষিণ দিনাজপুরেও প্রবাহিত  হয় শ্রীমতি।সেখানেও একই অবস্থা।হরিরামপুরে এই নিয়ে প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে ইতিমধ্যেই ।পিছিয়ে থাকলো না নাট্য সংস্থাও।বুনিয়াদপুরের অরণী নাট্য সংস্থা নির্মাণ করেছে নাটক ‘অন্তরে প্রস্তর প্রস্তরে অন্তর”।নাটক টি লিখেছেন বিশিষ্ট নাট্যকার তীর্থঙ্কর রায়।শ্রীমতি নদীর দুরবস্থা,ভয়াবহতা,নদীকে ঘিরে রাজনীতি, নদী পারের মানুষদের হাহাকার সবই উঠে আসবে এই নাটকে।নির্দেশক পবিত্র দাস বলেন – পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির নাট্য মেলায় আজ শিশির মঞ্চে সন্ধ্যা সাতটায় অভিনীত হবে এই নাটক।শ্রীমতী  নদী বাঁচানোর কথা উঠে আসছে নাটকে যেভাবে এর আগে আত্রেয়ী নদীর কথাও উঠে এসেছে নাটকে।নদী আন্দোলনে বহুমাত্রিকতা এভাবেই ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..