January 6, 2025

গ্যাসের সাবসিডির টাকা চেক করতে গিয়ে কুলেন রায়ের চক্ষু চড়কগাছ,ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় কুলেন একাউন্ট না খুললেও তার নাম ভাঙিয়ে দশ লক্ষ টাকা নিয়ে প্রতারণা

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরের বাসিন্দা কুলেন রায়ের চক্ষু চড়ক গাছ গ্যাসের সাবসিডির টাকা চেক করতে গিয়ে।সোমবার ফতেপুরের যুবক কুলেন রায় বলেন অনেক দিন থেকে গ্যাসের সাবসিডির টাকা তার পাস বইতে ঢুকেছে কিনা জানবার জন্য গ্যাসের ডিলারের কাছে যায়।সেখানে গিয়ে কুলেন বলেন তার সাবসিডির টাকা তার পাস বইতে কেন ঢুকছেন?কুলেনের কথা শুনেই গ্যাসের ডিলার কম্পিউটার দেখে তাকে বলে দেন তার গ্যাসের সমস্ত সাবসিডির টাকা ব্যাংক অফ ইন্ডিয়ার তার একাউন্টে ঢুকে গেছে।কুলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম শুনেই বলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় তার কোন পাস বই নাই।সে কোন দিন সেই ব্যাঙ্কে পাস বই খোলেনি।গ্যাসের ডিলারের কথা শুনে কুলেন সোজা কালিয়াগঞ্জের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় চলে আসে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেখানে ম্যানেজার বাবুকে সমস্ত ঘটনা জানালে ম্যানেজার বাবু একাউন্ট চেক করে দেখতে পান কুলেন রায়ের নামে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় একাউন্ট খোলা আছে।সেখানে তার গ্যাসের সাব সিডি জমা আছে  শুধু তাই নয় কুলেনের নামে দশ লক্ষ টাকা ঋণ নেওয়া আছে।অথচ কুলেন কোন দিন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় কোন পাস বই খোলেই নি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিভাভে তার নামে কে এই পাস বই খুলে তার নামে দশ লক্ষ টাকা ঋণ নিয়েছে তার তদন্ত করে সেই ব্যক্তিকে খুঁজে বার করা হোক একটি লিখিত অভিযোগ জানিয়ে কালিয়াগঞ্জ থানায় কুলেন রায় অভিযোগ জানান।

কুলেন রায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কালিযাগঞ্জের শাখা ম্যানেজারকে এর রহস্য উদঘাটন করবার জন্য অনুরোধ জানালে শাখা ম্যানেজার বলেন তার কিছুই করার নেই।তবে এটা কিভাবে কেমন করে হল তা একমাত্র দিল্লীর অফিস থেকেই জানা সম্ভব হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেই কারণে কুলেন বাবুকে একটি অভিযোগ পত্রের সাথে কালিয়াগঞ্জ থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তার একটি কপি দিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অভিযোগ দায়ের করতে বলা হয়।কুলেনবাবু সেই মত অভিযোগ দায়ের করেন বলে কুলেন বাবু জানান।কুলেন বাবুর অভিযোগ তার ছবি তার আঁধার কার্ড,তার সই দিয়ে এই একাউন্ট কি ভাবে করা সম্ভব তার অজান্তে?আরো জানা যায় তিনি এ ব্যাপারে কেতা সুরক্ষা আদালতে একটি মামলা ও দায়ী করতে চলছেন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *