আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জে লোকসভা আসনের প্রার্থী করা হোক জেলা তৃণমূল কংগ্রেসের কান্ডারী অমল আচার্য কে চাইছেন জেলার তৃণমূলের সর্বস্তরের কর্মীরাই
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- কথায় বলে যার শেষ ভালো তো তার সব ভালো। তাই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি
তথা জেলা উন্নয়নের কান্ডারী বলে পরিচিত অমল আচার্য যেভাবে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের বিপুল সাফল্য এনে দিয়েছেন তাতে সর্বস্তরের জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা চান আগামীতে তিনি হোক
এবারের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী ।আর তিনি যদি এবারে দলের প্রার্থী হন তাহলে তাদের
নেতার জয় এবার যে নিশ্চিত সে ব্যাপারে কোন
সন্দেহ নেই দলের কর্মীদের মধ্যে ।
তথা জেলা উন্নয়নের কান্ডারী বলে পরিচিত অমল আচার্য যেভাবে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের বিপুল সাফল্য এনে দিয়েছেন তাতে সর্বস্তরের জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা চান আগামীতে তিনি হোক
এবারের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী ।আর তিনি যদি এবারে দলের প্রার্থী হন তাহলে তাদের
নেতার জয় এবার যে নিশ্চিত সে ব্যাপারে কোন
সন্দেহ নেই দলের কর্মীদের মধ্যে ।
কারন একটাই বিগত দিনে যে সমস্ত প্রার্থীরা এই জেলায় রায়গঞ্জ লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিল তারা সকলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হয়ে উঠতে পারেনি তার কারণেই সেই সময় তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছিল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু এবার বিধানসভা নির্বাচনের পর থেকে তার অধিনায়কত্বে যেভাবে
জেলায় তৃণমূল কংগ্রেস একের পর এক সাফল্য লাভ করছে তাতে আগামী দিনে যে এখানে প্রার্থী
হলে সেক্ষেত্রেও তাদের প্রিয় নেতার জয় যে অবশ্যম্ভাবী হবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই কারণ
তিনি জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে নিবিড় সম্পর্ক রাখেন সারা বছর ধরে। এক নামে সকল কে চেনেন নিজের মতো করে ।
জেলায় তৃণমূল কংগ্রেস একের পর এক সাফল্য লাভ করছে তাতে আগামী দিনে যে এখানে প্রার্থী
হলে সেক্ষেত্রেও তাদের প্রিয় নেতার জয় যে অবশ্যম্ভাবী হবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই কারণ
তিনি জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে নিবিড় সম্পর্ক রাখেন সারা বছর ধরে। এক নামে সকল কে চেনেন নিজের মতো করে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর তাই সকলের
কাছে তিনি অমলদা বলেই পরিচিত হয়ে গিয়েছেন।যে সময় তৃণমূল কংগ্রেস জেলায় কোন খানে
কোনো নির্বাচনে তেমন সাফল্য লাভ করতে পারত না ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
দায়িত্ব দিলেন এই অমলবাবু কেই জেলার হাল ধরার জন্য দলের। আর তখন থেকেই দিদির কথা কে মান্যতা দিয়ে অমলবাবু নিঃশব্দে জেলায় দলের সাংগঠনিক
শক্তি বৃদ্ধি করতে একের পর এক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা
করতে লাগলেন ।
কাছে তিনি অমলদা বলেই পরিচিত হয়ে গিয়েছেন।যে সময় তৃণমূল কংগ্রেস জেলায় কোন খানে
কোনো নির্বাচনে তেমন সাফল্য লাভ করতে পারত না ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
দায়িত্ব দিলেন এই অমলবাবু কেই জেলার হাল ধরার জন্য দলের। আর তখন থেকেই দিদির কথা কে মান্যতা দিয়ে অমলবাবু নিঃশব্দে জেলায় দলের সাংগঠনিক
শক্তি বৃদ্ধি করতে একের পর এক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা
করতে লাগলেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পর অবশ্য সাফল্য আসতে লাগল এক এক করে অমলবাবুর ঝুলিতে। যে সময় উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেকটি পৌরসভা
, পঞ্চায়েত জেলাপরিষদ দখলে ছিল কোন সময় বামফ্রন্টের হাতে, কোন সময় কংগ্রেসের হাতে
, ঠিক সেই সময় দলের হাল অমলবাবুর ধরায় তার রাজনীতির শকুনির
চালে বাজিমাত করে দিল এক এক করে বিভিন্ন জায়গায় তৃণমূল কে প্রতিষ্ঠা করে।
, পঞ্চায়েত জেলাপরিষদ দখলে ছিল কোন সময় বামফ্রন্টের হাতে, কোন সময় কংগ্রেসের হাতে
, ঠিক সেই সময় দলের হাল অমলবাবুর ধরায় তার রাজনীতির শকুনির
চালে বাজিমাত করে দিল এক এক করে বিভিন্ন জায়গায় তৃণমূল কে প্রতিষ্ঠা করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সে বিধানসভায় হোক কিংবা পঞ্চায়েত সর্বত্রই এখন
অমলবাবুর রাজ।ধরাশায়ী হয়ে পড়ল একে একে বামফ্রন্ট ও কংগ্রেস। সদ্য সমাপ্ত পঞ্চায়েত
নির্বাচনে ও দেখা গেল অমল বাবুর নেতৃত্বে বিরাট সাফল্য জেলা জুড়ে । একটি আসন বাদে সবকটি
আসনেই তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে জয়ী হয় ।
অমলবাবুর রাজ।ধরাশায়ী হয়ে পড়ল একে একে বামফ্রন্ট ও কংগ্রেস। সদ্য সমাপ্ত পঞ্চায়েত
নির্বাচনে ও দেখা গেল অমল বাবুর নেতৃত্বে বিরাট সাফল্য জেলা জুড়ে । একটি আসন বাদে সবকটি
আসনেই তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে জয়ী হয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ থেকেই প্রমাণিত তার ভালবাসার ও আন্তরিকতার
যাদুতে এবং ব্যক্তিগত ক্যারিশমায় দলের কর্মীরা
কতটা অমল বাবুকে উৎসাহ দিয়ে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্তরে সাধারণ মানুষদের মন কে
জয় করে নিয়েছিলেন।তার ফল স্বরূপ জেলার প্রত্যন্ত গ্রাম গঞ্জের মানুষ দুহাত তুলে আশীর্বাদ
দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবারের পঞ্চায়েত নির্বাচনে ।
যাদুতে এবং ব্যক্তিগত ক্যারিশমায় দলের কর্মীরা
কতটা অমল বাবুকে উৎসাহ দিয়ে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্তরে সাধারণ মানুষদের মন কে
জয় করে নিয়েছিলেন।তার ফল স্বরূপ জেলার প্রত্যন্ত গ্রাম গঞ্জের মানুষ দুহাত তুলে আশীর্বাদ
দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবারের পঞ্চায়েত নির্বাচনে ।
তাই তৃণমূল কংগ্রেসের জেলার
এ প্রান্ত থেকে ও প্রান্ত এর মানুষরা একটাই দাবী তুলছেন একবারের জন্য তাদের উন্নয়নের
কান্ডারী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য কে সুযোগ দেওয়া হোক একটি বারের
জন্য এবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসন এ অগ্নি পরীক্ষার জন্য ।
এ প্রান্ত থেকে ও প্রান্ত এর মানুষরা একটাই দাবী তুলছেন একবারের জন্য তাদের উন্নয়নের
কান্ডারী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য কে সুযোগ দেওয়া হোক একটি বারের
জন্য এবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসন এ অগ্নি পরীক্ষার জন্য ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কর্মীরা
বলেন তাদের প্রিয় নেতা সেই অগ্নিপরীক্ষায় জয়ী হবেই। সে ব্যাপারে
কোন সন্দেহ নেই। তাই কর্মীদের দাবি রাজ্যের
মুখ্যমন্ত্রীর কাছে একটাই , তাদের প্রিয় নেতা অমল আচার্য কে এবার রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী করে কর্মীদের
মনোবল আরো চাঙ্গা করে এবারের রায়গঞ্জ আসনটিও যাতে তৃণমূল কংগ্রেসের দখলে যায় সে ব্যাপারে
নিশ্চিত করা।এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস
কর্মীদের এই দাবিকে প্রাধান্য দিয়ে আগামীতে কি সিদ্ধান্ত নেন সেই অপেক্ষায় এখন দিন
গুনছেন।
বলেন তাদের প্রিয় নেতা সেই অগ্নিপরীক্ষায় জয়ী হবেই। সে ব্যাপারে
কোন সন্দেহ নেই। তাই কর্মীদের দাবি রাজ্যের
মুখ্যমন্ত্রীর কাছে একটাই , তাদের প্রিয় নেতা অমল আচার্য কে এবার রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী করে কর্মীদের
মনোবল আরো চাঙ্গা করে এবারের রায়গঞ্জ আসনটিও যাতে তৃণমূল কংগ্রেসের দখলে যায় সে ব্যাপারে
নিশ্চিত করা।এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস
কর্মীদের এই দাবিকে প্রাধান্য দিয়ে আগামীতে কি সিদ্ধান্ত নেন সেই অপেক্ষায় এখন দিন
গুনছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});