January 7, 2025

এইচ ডি এফ সি ব্যাঙ্কে রক্তদান শিবির

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর— উত্তর দিনাজপুর জেলায় রক্ত সঙ্কট মিটাতে  উত্ত দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত এইচ ডি এফ সি ব্যাঙ্ক এগিয়ে এলো। বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্কের ভেতরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি  রক্ত দান  শিবিরের আয়োজন করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রক্তদান শিবিরের উদ্বোধন করেন ব্যাঙ্ক আধিকারিক সৌমিক মুখার্জি,রনজিৎ সাহা।ব্যাঙ্ক আধিকারিক রনজিৎ সাহা ও সৌমিক মুখার্জী বলেন তাদের এইচ ডি এফ সি ব্যাঙ্ক বিগত ৫বছর ধরে এই রক্তদান শিবিরের মত মহান সেবা মূলক কাজ করে আসছে।সৌমিক মুখার্জী বলেন ব্যাঙ্কিং  কাজের মধ্যেও আন্তরিকতা থাকলে এই ধরনের সামাজিক কাজ ও করা যায়।উত্তর দিনাজপুর জেলার রক্ত সঙ্কটে সবার এগিয়ে আসা উচিৎ বলেই তিনি মনে করেন।

রক্তদান শিবিরে মোট  ৫০জন রক্তদাতা রক্ত দান করে  ।রক্ত দান শিবির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়।অন্যন্য দের মধ্যে উপস্থিত ছিলেন নীলকন্ঠ দাস,পুলক চক্রবর্তী,সুমন কল্যাণ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..