January 6, 2025

বর্তমানের কথার খবরের জেরে অবশেষে কালিয়াগঞ্জে তৃণমূল যুব কংগ্রেসের কমেটি গঠন হল

1 min read
কালিয়া গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুনভাবে একটি কমিটি 

তন্ময়  চক্রবত্তী ঃ– বর্তমানের কথার  খবরের জেরে অবশেষে কালিয়াগঞ্জে তৃণমূল যুব কংগ্রেস
কমেটি
  গঠন হল। শুধু তাই নয় কালিয়াগঞ্জে শহর তৃণমূল কংগ্রেস কমেটিও  নতুন ভাবে হল ।আমরাই প্রথম গত ৫
ডিসেম্বর বর্তমানের কথা পোটাল নিউজে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও
যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কে সতর্ক করে একটি সংবাদ প্রকাশ করেছিলাম যে, আগামী লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস
কতটা স্বস্তিতে আছে
 এই শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে আজ তড়িঘড়ি  কমিটি গঠন করলো কালিয়া গঞ্জ
শহর ও যুব তৃণমূল কংগ্রেস। 
 আমরাই প্রথম জানিয়েছিলাম যে কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেসের শহর ও যুব
সংগঠনের কোনো কমিটি না থাকার জন্য আগামী দিনে কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেস
অস্বস্তিতে পড়তে পারে ।আজ বর্তমানের কথা এই নিউজ এর পর গঠন হলো কালিয়াগঞ্জ এ শহর
ও যুব তৃণমূল কংগ্রেসের কমিটি । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  



আমরাই প্রথম গত ৫ ডিসেম্বর বর্তমানের কথা পোটাল নিউজে বেরিয়েছিল এই নিউজ 

  
 জানা যায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে
এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমূল যুব কংগ্রেস ও
 প্রস্তুতি নিতে শুরু করে দিল  আজ থেকে ।  তার ফলস্বরূপ আজ কালিয়া গঞ্জ শহর যুব তৃণমূল
কংগ্রেসের পক্ষ থেকে নতুনভাবে একটি কমিটি গঠন করা হয়।
 যার সভাপতি হিসেবে অমিত দে গুপ্ত কার্যকারী
সভাপতি শুভজিৎ পাসোয়ান ও আশীষ সেনগুপ্ত সহ-সভাপতি শুভ্র প্রতিম রায়, বিশ্বজিৎ
রায, রঞ্জন সাহা ও রাজীব সাহা [বুম্বা]
  সাধারণ সম্পাদক হিসেবে  সৈকত দাস, দেবকি রঞ্জন সাহা  তপন তালুকদার, দেবাশীষ দে এবং সম্পাদক হিসাবে গৌড় নন্দী,গৌতম পাল ,মনোজিৎ সাহা , শুভ দাস এবং রবি শংকর বিশ্বাস
মনোনীত হন । জানা যায় দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেস কমিটির
তেমন কোনো কমিটি ছিল না
  তার ফলে  শহরে যুব তৃণমূল কংগ্রেস কমি দের মধ্যে  তেমন  কোন
কার্য কালাপ
 চোখে  পরত  না।
 কিন্তু এবার আগামী দিনে যে কমিটি  হল  যুব
তৃণমূল কংগ্রেসের তাতে আগামি দিনে
 নতুন
উদ্যোমে
 কোন পথে  কালিয়াগঞ্জের 
যুব কমিরা চলবে এবং তাদের কার্যকলাপ কি হবে তা এখন সময় ই বলবে।   


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *