October 23, 2024

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বাঁশদহ বড় কোবলায় দুদিনের খাল-বিল চুনোমাছ পিঠে পুলি উৎসব

1 min read

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বাঁশদহ বড় কোবলায় দুদিনের খাল-বিল চুনোমাছ পিঠে পুলি উৎসব

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বাঁশদহ বড় কোবলায় গতকালশুরু হয়েছে দুদিনের খাল-বিল চুনোমাছ পিঠে পুলি উৎসব। বাংলার মজে যাওয়া খাল-বিল এবং হারিয়ে যাওয়া চুনো মাছ কে ভোজনরসিকদের পাতে পুনরায় ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রায় ১৯বছর আগে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ এই উৎসবের উদ্যোগ নেন। সেই থেকেই এই উৎসব হয়ে আসছে। গতকাল এই উৎসবে হাজির ছিলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ আরো অনেকে। বড় কোবলার বিলে গতকাল ৩ কুইন্টাল চুনো ও চারা মাছন ছাড়া হয। ় উৎসবকে ঘিরে আশপাশের মানুষজন উন্মাদনায় মেতে ওঠেন।মেলায় বসেছে রকমারি জিনিসপত্রের দোকান। মহিলাদের হাতে তৈরি পিঠে পুলি বিক্রি হচ্ছে মেলায়। রয়েছে দিন রাত ব্যাপী বাউল এবং লোকগীতির আসর। মোট তিনটি মঞ্চে প্রায় ৮০০ বাউল লোক শিল্পীরা তাদের কলা প্রদর্শন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *