December 5, 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীন ক্ষেত্রে এবছর দেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে নদীয়ার কল্যাণী মহকুমার হরিণঘাটা ব্লক

1 min read

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীন ক্ষেত্রে এবছর দেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে নদীয়ার কল্যাণী মহকুমার হরিণঘাটা ব্লক

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীন ক্ষেত্রে এবছর দেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে নদীয়ার কল্যাণী মহকুমার হরিণঘাটা ব্লক। ইতিমধ্যেই দিল্লি থেকে পুরষ্কার ও শংসাপত্র গ্রহন করেছেন এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। এই উপলক্ষে আজ সেখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে “উওরন” নামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী রত্না ঘোষ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, স্থানীয় বিধায়ক নীলিমা নাগ মল্লিক, নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ, হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান মানিক ভট্ট প্রমুখ।হরিণঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণ গোপাল ধারা জানান, এই আবাস যোজনায় 2018-19 অর্থবছরে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী 1822টি পরিবারের জন্য ঘর বরাদ্দ হয়েছিল। এরমধ্যে 1810 টি ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। ঘর পিছু কেন্দ্র ও রাজ্য সরকার 1 লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার পাশাপাশি একশ দিনের কাজে আরও 17 হাজার 190 টাকা করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *