২০ শে এপ্রিল সারা ভারত কৃষক সভার ব্রিগেড সম্মেলনের পক্ষে পথ সভা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ এপ্রিল:কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও জাতীয় স্বার্থ বিরোধী নীতি, কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তির অশুভ আঁতাত ও রাজ্য সরকারের জনবিরোধী ও স্বৈরতান্ত্রিক নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রামের পক্ষে যোগ দিতে
আগামী ২০ শে এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশের পক্ষে বক্তব্য রাখলেন সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর প্রবীণ সদস্য দিলীপ দাস এবং বক্তব্য রাখেন সিটুর পক্ষ থেকে জ্যোতি বিকাশ ভদ্র।পথ সভার বক্তব্যে দিলীপ দাস কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী কাজের জন্য দুই সরকারকেই তুলোধনা করে ছাড়েন।