Pahalgam_web

 পহেলগাঁও ইস্যুতে কেন্দ্রের পাশে সব রাজনৈতিক দল

পহেলগাঁওয়ের ঘটনার  পর ফুঁসছে ভারত। ভয়াবহ সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের  আয়োজন করা হয়। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ডাকা সর্বদলীয় বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে কোনও পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলেন রাজনৈতিক রং নির্বিশেষে সব দলের নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে।এদিন বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি  বলেন, ‘আমরা সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছি।

সরকার যে অ্যাকশন নেবে, তাকে সমর্থন করব।’ পহেলগাঁও হামলায় আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে রাহুলের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য যা পদক্ষেপ করা প্রয়োজন, সেটা করতে হবে। এই সময়ে দেশ ঐক্যবদ্ধ রয়েছে।’সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূলও। সর্বদল বৈঠকের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেকটি রাজনৈতিক দল কেন্দ্রের পাশে রয়েছে। দেশের স্বার্থে তারা যা সিদ্ধান্ত নেবে, সেটা সমর্থন করা হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে আছে তারা। সভা থেকে বেরিয়ে এসে আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘সন্ত্রাসী শিবির ধ্বংসের জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সব দল।’ এদিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সংসদ চত্বরে দু মিনিট নীরবত পালন করে শুরু হয়েছে সর্বদল বৈঠক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *