
রাধিকাপুর স্টেশন থেকে আলুয়াবাড়ি স্টেশন পর্যন্ত বিভিন্ন রেল স্টেশনের উন্নয়নের দাবি জানালেন মালিগাওয়ের জেনারেল ম্যানেজারের কাছে সাংসদ কার্তিক পাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৪এপ্রিল: বৃহস্পতিবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল উত্তর পূর্ব সীমান্ত রেলের হেড অফিস গৌহাটির মালিগাওয়ে এন এফ রেলের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর স্টেশন থেকে আলুয়াবাড়ি স্টেশন পর্যন্ত বিভিন্ন ধরনের দাবি জানিয়ে অবিলম্বে যাতে কাজ শুরু হয় সে নিয়ে আলোচনা করলেন।
রায়গঞ্জের সংসদ কার্তিক পল টেলিফোনে এই প্রতি বেদককেকে জানান প্রতিটি স্টেশনের সার্বিক উন্নয়ন সহ চলমান অমৃত ভারত যোজনার কার্যাবলী, কিছু কিছু স্টেশনে এক্সেলেটর নির্মাণ, কোন স্টেশনে আন্ডারপাস কালভার্ট, ফ্লাইওভার নির্মাণ,পিটলাইন এবং সিক লাইনের কাজ যাতে অবিলম্বে শুরু করা যায় সে ব্যাপারে তিনি এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের কাছে একটি দাবি পত্রও দেন। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সাথে কথা বলে তিনি ভীষন খুশী হয়েছে।জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে জানিয়েছেন তিনি কয়েকদিনের মধ্যেই কিছু কিছু কাজ যাতে শুরু করা যায় সেই সম্ভাবনার কথা রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে জানিয়েছেন।