December 5, 2024

বড়দিনে মাতোয়ারা হল কুনোর হোমে থাকা বালকেরা

1 min read

বড়দিনে মাতোয়ারা হল কুনোর হোমে থাকা বালকেরা

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর –বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর সি এন সি পির হোমে থাকা ১৩জন বালক সব কিছু ভুলে বড় দিনের আনন্দে মেতে উঠলো।বুধবার হোমের ছেলেদের সাথে বড় দিনের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই,ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী জ্যোতির্মযা নন্দ মহারাজ,কুনোর হোমের সুপার তপন কুমার মাইতি সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিগণ।কুনোর হোমের সুপার তপন কুমার মাইতি বলেন কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই হোমের প্রত্যেক ছেলেদের জন্য বড়দিনের উপহার স্বরূপ প্যান্ট,স্যান্টাক্লজ এর টুপি, সবার জন্য ব্যবস্থা করলে হোমের ছেলেরা প্রচন্ড খুশি হয়।

হোমের ছেলেরা সব কিছু মিলে বড় দিনের আনন্দ ভীষণভাবে উপভোগ করে।হোমের ছেলেরা উপস্থিত সবাইকে বেশ কিছু খেলা ধুলা প্রদর্শন করলে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়। ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ বলেন হোমের ছেলেদের বাড়ি যেখানেই হোক ওদের বাবা মা যেখানেই থাকুক না কেন হোমের এই ছেলেদের নিজের বাড়ির ছেলে বলেই মনে করে থাকি।ওদের জন্য কষ্ট হলেও আইনে আমরা সবাই বাধা।সুপার তপন মাইতি বলেন তার একটি দুটি নয় ১৩টি ছেলে।তপন বাবু বলেন এই ছেলেদের তার নিজের ছেলেদের চেয়ে কোন অংশেই কম ভালো বাসিনা।ওরা আইনের বেরাজাল থেকে বেরিয়ে যাবার পর নিজ নিজ বাড়িতে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে বড় দিনে তিনি ওদের জন্য এটাই যীশুর কাছে প্রাথনা করেন।কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন সবাই যখন বড় দিনের আনন্দে গির্জায় যায় আমি তখন ভেবেছি কুনরের হোমের ছেলেদের সাথে অনেকটা সময় কাটিয়ে ওদের সাথে বড় দিনের আনন্দ উপভোগ করবো।আর সেটাই করে প্রচন্ড ভালো কেটেছে আমার বড় দিনের উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *