বড়োদিন উপলক্ষে হিন্দু মুসলিম কেক ও বস্ত্র বিতরন ধর্মনিরপেক্ষ ভাবে সাক্ষী হেমতাবাদ ফ্রেন্ডস জোন
1 min readবড়োদিন উপলক্ষে হিন্দু মুসলিম কেক ও বস্ত্র বিতরন ধর্মনিরপেক্ষ ভাবে সাক্ষী হেমতাবাদ ফ্রেন্ডস জোন
উত্তর দিনাজপুর ঃ খ্রীষ্টান ধর্মালম্বীদের উৎসব বড়দিন উপলক্ষে আজ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম এর পরিবারের মাঝে বস্ত্র ও কেকে বিতরণ করলেন “ফ্রেন্ডস জোন “স্বেচ্ছাসেবী সংস্থা
এ উপলক্ষে আজ সকাল থেকে হেমতাবাদ থানার ভরতপুর গ্রামের হিন্দু মুসলিম ধর্ম্মালম্বীদের কেক ও কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,চিন্ময় দাস,শিবু দাস,জিয়ারুল রহমান, রাহুল ভৌমিক, ধীমান ভৌমিক সহ আরো অনেকে
সমাজসেবক চিন্ময় দাস বলেন, আজ বড়ো দিন অন্য দিকে শীতকাল অনেক পরিবার ঠান্ডার দিনেও কষ্ট করে দিনযাপন করছেন । আমারা কয় জন মিলে মানুষের বিপদ-আপদে যতটুকু সম্ভব সহায়তা করে থাকি। দীর্ঘদিন যাবৎ সকল ধর্মীয় উৎসবে মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয় আবারো করা হলো।