রায়গঞ্জে স্প্যানিয়াল ফুটবল একাডেমির যাত্রা শুরু হল
1 min read–তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাবের উদ্দ্যোগে স্প্যানিয়াল ফুটবল একাডেমির পথ চলা রবিবার শুরু হল। রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে স্প্যানিয়াল ফুটবল একাডেমির উদ্বোধন করেন একাডেমির সর্বভারতীয় টেকনিক্যাল ডিরেক্টর অশোক চক্রবর্তী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সচিব অরিজিৎ ঘোষ,প্রাক্তন ফুটবলার দিলীপ বোস, তুষার কান্তি রায় সহ বিশিষ্ট ফুটবল প্রেমীরা।রায়গঞ্জ টাউন ক্লাবের সচিব তথা স্প্যানিয়াল ফুটবল ক্লাবের মূল উদ্যোক্তা অরিজিৎ ঘোষ সাংবাদিকদের জানান এদিন একাডেমির জার্সিরও উদ্বোধন করা হয় ।স্প্যানিয়াল ফুটবল একাডেমির সর্বভারতীয় টেকনিক্যাল ডিরেক্টর অশোক চক্রবর্তী বলেন উত্তর দিনাজপুর জেলাকে এই স্প্যানিয়াল ফুটবল একাডেমির মাধ্যমে উন্নতমানের ফুটবল প্রশিক্ষণ দিয়ে এই জেলার প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের ভালো ফুটবলার তৈরী করার শপথ আমরা নিয়েছি।প্রয়োজন শুধু এই এলাকার ফুটবল প্রেমী মানুষদের ঐকান্তিক সহযোগিতা।
রায়গঞ্জ টাউন ক্লাবের সচিব তথা স্প্যানিয়াল ফুটবল একাডেমির মূল উদ্যোক্তা অরিজিৎ ঘোষ বলেন এই একাডেমির মাধ্যমে আমাদের জেলায় ভালো ফুটবলার তৈরী করবার বিরাট সুযোগ পেয়েছি যা এর পূর্বে কোনদিন উন্নতমানের ফুটবলার তৈরি করবার সুযোগ আমরা কখনো পাইনি।অরিজিৎ ঘোষ বলেন আগামী ৮ই জানুয়ারি থেকে শুরু হবে মূল প্রশিক্ষনের কাজ।