December 3, 2024

উত্তরণ-২০২৪ অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে

1 min read

উত্তরণ-২০২৪ অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে

গত ২রা ডিসেম্বর, ২০২৪- এ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রিয় রঞ্জন দাশমুন্সী সভাকক্ষে উত্তরণ- ২০২৪ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি আয়োজিত করা হয় নবাগত স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সাইন্স বিভাগের অষ্টম বর্ষপূরণ উপলক্ষে। ২০১৬ সালের ৯ নভেম্বর পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট হিসাবে ডিপার্টমেন্টি যাত্রা শুরু করে, এমএসসি সিআইএস প্রোগ্রামের মাধ্যমে। বর্তমানে সিআইএস বিভাগে স্নাতক,স্নাতকোত্তর ও গবেষণা মিলিয়ে মোট ছয়টি একাডেমিক প্রোগ্রাম চলছে। গত আট বছরে বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি পড়াশোনা ও গবেষণামূলক কাজে বিশ্ববিদ্যালয় ও রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বর্ষপূর্তি উপলক্ষে উওরণ, ২০২৪ আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মাননীয় অধ্যাপক ড: উৎপল বিশ্বাস, প্রফেসর ও ফর্মার হেড, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফর্মার ডিন (ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট), কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। তিনি ব্লক চেন টেকনোলজি সম্পর্কে আলোচনা করেন৷ এই প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন চ্যালেঞ্জ এবং এই প্রযুক্তির ভবিষ্যৎ প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন। তিনি কনসেনসাস এলগরিদম্ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ধারণা দেন।অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যাপক ড: কৌশিক চক্রবর্তী, ডিন, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং মাননীয় অধ্যাপক ড: অনিরুদ্ধ দাস, ডিন, ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির প্রথমেই, ডিন, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বক্তব্য রাখেন।

 

তিনি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং কিভাবে ছাত্রছাত্রীরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়। এরপর ডিন, ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখেন এবং লাইব্রেরির গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল লাইব্রেরি ও ট্রাডিশনাল লাইব্রেরির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানটি উপলক্ষে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের IQAC এর ডাইরেক্টর মাননীয় অধ্যাপক ড: সুব্রত সাহা মহাশয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন, IQAC সেলের কর্মপদ্ধতি, এবং শিক্ষণ ও শিখন এর মান কি করে উন্নতি করা যায় তা তুলে ধরেন।বিশ্ববিদ্যালয়ের উত্তরণ, ২০২৪ এর জেনারেল চেয়ার ছিলেন অধ্যাপক ড: লক্ষ্মীনারায়ণ সাহু মহাশয়। তিনি অনুষ্ঠানের কার্যবিবরণী সকলের সামনে তুলে ধরেন। এই অনুষ্ঠানের ডাইরেক্টর ছিলেন অধ্যাপক ড: প্রাণতোষ কুমার পাল মহাশয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সম্পর্কে ও বিভিন্ন সেকশন সম্পর্কে আলোকপাত করেন। তিনি বিভিন্ন বিভাগ ও সেকশনের কর্মপদ্ধতিও তুলে ধরেন। অনুষ্ঠানটির কনভেনার ছিলেন অধ্যাপিকা ড: জয়তী লাহিড়ী দে মহাশয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করেন। অনুষ্ঠানটির অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন অধ্যাপক ড: অরূপ সরকার মহাশয়। তিনি NEP ২০২০ প্রেক্ষিতে গবেষণার গুরুত্ব, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ল্যাবরেটরি ও বিভিন্ন ধরনের প্রোজেক্ট সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানটির কো-অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন অধ্যাপক ড: সুপ্রিয়ান সেন মহাশয় এবং অধ্যাপক উমেশ সরকার মহাশয়। অধ্যাপক উমেশ সরকার মহাশয় সেমিস্টার পদ্ধতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করান।অনুষ্ঠানটির শুরু হয় উদ্বোধনী সংগীত সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে। বিভাগের ছাত্র-ছাত্রীরা যদিও কেক কাটার মাধ্যমে বিভাগের অষ্টম বর্ষবরণ অনুষ্ঠানটিকে উদযাপন করেন। এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অধ্যাপকেরা নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের উদ্দেশে জানান আগামী দিনে চলার পথে কি করে তারা পড়াশোনাকে আরো ভালো পথে এগিয়ে নিয়ে যেতে পারবে ও জীবনের মূল উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হবে, সেই বিষয়ে অধ্যাপকেরা আলোকপাত করেন। এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং সেখানে তারা গান, কবিতা ও বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের উপর বক্তব্য পেশ করেন। যেহেতু এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে সেই কারণবশত বিভাগের প্রত্যেকটি ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পেরেছে। অধ্যাপক ড: প্রাণতোষ কুমার পাল মহাশয় জানান অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বর্গকে ডিপার্টমেন্টের তরফ থেকে স্মারক তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যান্য ভোজনের ব্যবস্থাও করা হয়।প্রসঙ্গত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে সর্বাধিক ইউজি ও পিজি পাঠক্রম রয়েছে। এখানেই ইউজি পাঠক্রমের মধ্যে রয়েছে বিসিএ (দিবাকালীন ও সন্ধ্যাকালীন), বিএসসি কম্পিউটার সাইন্স, তেমনি পিজি পাঠক্রমের মধ্যে রয়েছে এমএসসি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সাইন্স ও এমএসসি কম্পিউটার সাইন্স। বর্তমানে সব মিলিয়ে এই বিভাগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোগত্তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে এই বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *