December 5, 2024

জমি দখলকে কেন্দ্র করে চা বাগানে গুলির লড়াই, মৃত এক মহিলা ইসলামপুরে

1 min read

জমি দখলকে কেন্দ্র করে চা বাগানে গুলির লড়াই, মৃত এক মহিলা ইসলামপুরে

দেবব্রত চক্রবর্তী  উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটিখনতি অঞ্চলের নয়াবস্তি এলাকায় চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। আজ ঘটনাটি ঘটে। জানা যায়, শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে ঘটনাটি ঘটেছে। ডানকান কোম্পানি বাগান ছেড়ে যাওয়ার পর এই অঞ্চলে বাগানের দখল নিয়ে মাফিয়ারাজ দীর্ঘদিন ধরে চলছে। এদিন বাগানের জমি দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শুরু হয় গোলাগুলি। এই বিষয়ে ইসলামপুর থানার আইসি শমীক চট্টোপাধ্যায় বলেন, প্রাথমিকভাবে একজন মহিলার মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। গুলিতে কয়েকজন জখম হয়েছে এমন খবরও আসছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এলাকার দুই পক্ষের মধ্যে জমি দখল নিয়ে ঝামেলা চলছিল। তাতে এদিন গুলিবিদ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে জানতে পেরেছি। বিষয়টি দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।তিনি বলেন দীর্ঘদিন ধরে সেখানে কয়েকজন ব্যক্তি মাফিয়া রাজ করে আসার ফলে এই ঘটনা আর সেখানে ঘটেছে। অবিলম্বে প্রশাসনের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া।ইসলামপুরের পাটাগোরার নয়াবস্তি এলাকায় চা বাগানে দীর্ঘদিন ধরেই শ্রমিক সরবরাহ নিয়ে অশান্তি লেগেই রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মূলত তৃণমূল বিধায়ত করিম চৌধুরি এবং জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের অনুগামী জাকির হোসেনের লোকজনদের মধ্যে বিবাদ। বৃহস্পতিবার তা বাড়াবাড়ি আকার ধারণ করে। দু’পক্ষের ক্ষমতা দখলের লড়াইয়ের মাঝে চলতে থাকে গুলি। ওই সংঘর্ষের মাঝে পড়ে যান নিরীহ এক মহিলা। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতেই মৃত্যু হয় তাঁর। আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন দু’জনে।এই গুলি চলার ঘটনার নেপথ্যে রয়েছে কারা, তা নিয়েই চলছে জোর বিতর্ক। তৃণমূল বিধায়ক করিম চৌধুরি এই ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র মানতে নারাজ। তাঁর দাবি, বহিরাগতরা এ কাণ্ড ঘটিয়েছে। তবে তৃণমূল নেতা জাকির হোসেন এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। ইসলামপুর থানার পুলিশ আপাতত গোটা এলাকাকে ঘিরে ফেলেছে। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *