December 5, 2024

কালিয়াগঞ্জে এন আর সি ও ক্যাবের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

1 min read

কালিয়াগঞ্জে এন আর সি ও ক্যাবের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল-

 

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার প্রচন্ড শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে এন আর সি ও ক্যাবের প্রতিবাদে বিরাট প্ৰর্তিবাদ মিছিল বের হয়।মিছিলটি মহেন্দ্রগঞ্জ নাট মন্দির থেকে শুরু হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।মিছিলের স্লোগান ছিল বিজেপি হটাও ভারত বাঁচাও,এন আর সি মানছিনা মানব না,ক্যাব মানছি না মানব না।

মিছিলের পুরোভাগে ছিলেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত,পৌর সভার ১৩নম্বরের কংগ্রেস কমিশনার মঞ্জুরী দত্ত দাম,ব্লক কংগ্রেস নেতা তুলসী জয়সওয়াল,সৌম্যদিপ দত্ত,পঙ্কজ পাল,বুল দত্ত কংগ্রেস নেতা গিরিধারী প্রামানিক, মহিলা নেত্রী জাহেদ খাতুন।কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত এক সাক্ষাৎকারে বলেন দেশের যুবকরা কাজ পাচ্ছেনা,কাজ দেবার বদলে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে,রাষ্ট্রায়ত্ব সংস্থা একের পর এক বিক্রি করে

 

দিচ্ছে,বাজারে সমস্ত দ্রব্যমূল প্রতিদিন বেড়ে যাচ্ছে সেই সব দিকে না তাকিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মানুষের স্বার্থের পরিপন্থি কাজ গুলো করে চলেছে।বিজেপি সরকার এন আর সি ও ক্যাব যে ভাবে মানুষকে ভুল বুঝিয়ে করে চলেছে আমরা এই বিভ্রান্তিকর আইন কোন ভাবেই মানছিনা মানব না।বিজেপির এই হঠকরি সিধান্ত আমরা কেউ মানছিনা।

দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া মোদি সরকারের অগণতান্ত্রিক জাতীয় নাগরিকত্বের দাবি যে অবাস্তব তার প্রমান সদ্য হয়ে যাওয়া ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল।তাই কংগ্রেসের দাবি অবিলম্বে এন আর সি ও ক্যাব বাতিল করে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর ব্যবস্থার দিকে দৃষ্টি দেওয়া হোক বলে সুজিৎ বাবু মনে করেন।ধর্মের নামে ভাগাভাগি কোনভাবেই কংগ্রেস দল মানবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *