ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি ও সিএএ নিয়ে এক প্রতিবাদ সভা
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর বাস টার্মিনাল আজ এনআরসি ও সিএএ নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন
কালিয়াগঞ্জ এর চেয়ারম্যান কার্তিক পাল রায়গঞ্জ চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস অমল আচার্য উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক ইটাহার গোলাম রব্বানি শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী কানাইয়ালাল আগারওয়াল জেলা সভাপতি তৃণমূলের পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা আজ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল।
গৌতম দেব বলেন যে সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভা ও রাজ্যসভা তে এই আইন পাস করেছে এই বিজেপি সরকার। তিনি বলেন যে আগামী তিন তারিখ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মিছিল করে পথে হাঁটবেন এবং সেই জন্য এবং মমতা ব্যানার্জি ও বলেছেন যে এই কালা আইন মানবে না আমরাও ভুলে গেছি এই আইন মানবো না এবং অন্যান্য রাজ্যের রাজ্য সরকার ও বলেছে এই আইন মানবে না।