উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রানী সতী দাবি মন্দিরে প্রসাদ বিতরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ।
1 min readউত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রানী সতী দাবি মন্দিরে প্রসাদ বিতরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ।
তনময় চক্রবর্তী।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রানী সতী দাবি মন্দিরে আজ একটি প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় প্রায় ৮০০ মানুষ সেই প্রসাদ গ্রহণ করেন।
মন্দিরের কর্ণধার সুরেশ সা রা ফ জানান, বিশিষ্ট সমাজসেবী শ্রী তারা চাদ রুংটা এবং বিনোদন রুংটার উদ্যোগে এই প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কার্যকর্তা হিসাবে পুরুষোত্তম পোদ্দার , বাবলি জাযোদিয়া, কালু মন্ত্রী এবং উত্তম ঝা অনুষ্ঠানে বিশেষ ভাবে সহযোগিতা করে।
এই প্রসাদ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর সেখানকার মন্দিরের মহিলারা ভজন কীর্তন পরিবেশন করে। সেখানে মুখ্য ভূমিকায় থাকেন রেনু বাজলা, সুমিতা সারাফ,নিতু জাজোদিয়া, রাখি রুংটা। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী বিনোদ রুমটা জানান, এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া উচিত ।আজকের অনুষ্ঠানটি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে তা নিয়ে কোনও সন্দেহ নেই ।