December 5, 2024

মানব পুতুলে বাজিমাত কালিয়াগঞ্জ ব্লকের কৃষি মেলা

1 min read

মানব পুতুলে বাজিমাত কালিয়াগঞ্জ ব্লকের কৃষি মেলা

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল ব্লক কৃষক বাজারে ব্লক কৃষি বিভাগের উদ্দ্যোগে গত ২৪শে ডিসেম্বর থেকে ২৬শে ফিসেম্বর কৃষি মেলা অনুষ্ঠিত হয়।মেলার শেষ দিন বৃহস্পতিবার কৃষি মেলার মঞ্চে

অনুষ্ঠিত হয়।”মানব পুতল “।মালদা জেলার কুতুবপুরের “জাগরণী লোক শিল্পী সংস্থার পরিচালনায় মানব পুতুলের অনুষ্ঠান গ্রাম ও শহরের কয়েক হাজার স্রোতাদের মন্ত্র মুগ্ধ করে রাখে।মানব পুতুল নাচ বর্তমান সমাজের যুবক যুবতীদের কটাক্ষ করতেও পিছপা হয়নি।মানব পুতুল নাচ তাদের নৃত্য প্রদর্শনের মধ্যে দিয়ে যুবক যুবতীদের বার্তা দিয়ে বুঝিয়ে দেয় আজকে দেশের বিভিন্ন স্থানে যুবতীরা নানা ভাবে সমাজ

বিরোধীদের দ্বারা আক্রান্ত হবার অনেকাংশেই দায়ী যুবতীদের পোশাক পরিচ্ছদ।কালিয়াগঞ্জ ব্লক কৃষিমেলার পক্ষ থেকে জাগরণী লোক শিল্পী সংস্থার দলনেতা সন্দীপন রায় এবং মানব পুতুলের দুই অভিনেতা অভিনেত্রী প্রণব দাস ও প্রতুল দাশকে অভিনন্দন জানান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং কালিয়াগঞ্জ ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ।ঐ দিন একই মঞ্চে বিশিষ্ট লোকগীতি শিল্পীঅরিন্দম সিংহ রানা ও তার সম্প্রদায় বিভিন্ন ধরনের লোকসঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যের শীর্ষে নিয়ে যায়।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা প্রত্যেকেই উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *